বৃহস্পতিবার বাজারে এসেছে Nykaa-র IPO। বর্তমানে দেশের বৃহত্তম বিউটি প্রোডাক্টের ই-কমার্স সংস্থা এটি।
আগামী ১ নভেম্বর চলবে প্রাথমিক পাবলিক অফারিং। প্রথম দিনে প্রাইস ব্যান্ড থেকেছে ১,০৮৫ থেকে ১,১২৫ টাকা প্রতি শেয়ার।
আইপিও-র আগে বুধবার নাইকা অ্যাঙ্কর ইনভেস্টরদের থেকে ২,৩৯৬ কোটি টাকার বিনিয়োগ সংগ্রহ করেছে।
'Nykaa ভারতের খুব স্বল্প সংখ্যক কিছু লাভজনক ইউনিকর্নগুলির মধ্যে একটি। আমার বিশ্বাস সংস্থাটি আগামী ১০ বছরে অনলাইন বিউটি এবং ফ্যাশন সেগমেন্টে বৃদ্ধি পাবে। তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এটি কেনার পরামর্শ দিই,' ব্রোকারেজ হাউস অ্যাঞ্জেল ওয়ান একটি আইপিও নোটে বলেছে৷
২০১২ সালে প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ফাল্গুনী নায়ার নাইকা স্থাপন করেন। ৩১ অগস্ট ২০২১ পর্যন্ত, Nykaa অ্যাপ ৫.৫৮ কোটি বার ডাউনলোড হয়েছে। Nykaa ২০২০-২১ অর্থবর্ষে ৬১.৯ কোটি টাকার নিট লাভ করেছে। তার আগের অর্থবর্ষে ১৬.৩ কোটি টাকার লোকসান হয়েছে। Nykaa তাদের প্রথম ফিজিক্যাল স্টোর ২০১৪ সালে খোলে। ৩১ অগস্ট ২০২১ পর্যন্ত ৪০টি শহরে ৮০টি দোকান রয়েছে।