বাংলা নিউজ > ঘরে বাইরে > Obituary of Mulayam Singh Yadav: কাঁপিয়েছেন লখনউ-দিল্লি, নিজের ক্যারিশ্মায় পালোয়ানজি থেকে নেতাজি হয়ে ওঠেন মুলায়ম

Obituary of Mulayam Singh Yadav: কাঁপিয়েছেন লখনউ-দিল্লি, নিজের ক্যারিশ্মায় পালোয়ানজি থেকে নেতাজি হয়ে ওঠেন মুলায়ম

৮২ বছর বয়সে গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত ‘নেত... more

৮২ বছর বয়সে গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত ‘নেতাজি’ মুলায়ম সিং যাদব। ১৯৩৯ সালের ২২ নভেম্বর মুলায়মের জন্ম হয়েছিল তৎকালীন ইউনাইটেড প্রোভিন্সের ইটাওয়া জেলার সাইফাই গ্রামে। ইটাওয়ার কর্মক্ষেত্র পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, শিকোহাবাদের একে কলেজ এবং আগরা বিশ্ববিদ্যালয়ের বিআর কলেজ থেকে পড়াশোনা করেছিলেন মুলায়ম। এবং ছাত্রাবস্থাতেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি।