October Consumer (Provisional) Inflation: সোমবার প... more
October Consumer (Provisional) Inflation: সোমবার প্রকাশিত তথ্যানুযায়ী, অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম হ্রাস পেয়েছে। আর সেই কারণে পাইকারি মূল্য সূচক ভিত্তিক মূল্যস্ফীতি অক্টোবরে হ্রাস পেয়ে ৮.৩৯% এ নেমে এসেছে।
1/5অক্টোবরে উপভোক্তা (অস্থায়ী) মুদ্রাস্ফীতি ৬.৭৭% এ নেমেছে। গত মাসেই এটি ৭.৪১% ছিল। সোমবার প্রকাশিত সরকারি তথ্যে এমনটা জানানো হয়েছে। অক্টোবরের প্রভিশনাল ভোক্তা খাদ্য মূল্য সূচক ৭.০১% এ দাঁড়িয়েছে। এর আগের মাসেই এটি ৮.৬০% ছিল। ফাইল ছবি: পিক্সাবে (REUTERS)
2/5জাতীয় পরিসংখ্যান দফতর(NSO) গ্রামাঞ্চল ও শহুরাঞ্চলের জন্য সম্মিলিতভাবে এই CPI এবং CFPI তথ্যাদি প্রকাশ করেছে। ফাইল ছবি: পিক্সাবে (REUTERS)
3/5এই পরিসংখ্যানের জন্য ১,১১৪টি শহরাঞ্চলীয় বাজার এবং ১,১৮১টি গ্রামীণ বাজার থেকে দামের তথ্য সংগ্রহ করা হয়। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের ফিল্ড কর্মীরা এই তথ্য সংগ্রহ করেন। ফাইল ছবি: এএনআই (REUTERS)
5/5সোমবার প্রকাশিত তথ্যানুযায়ী, অত্যাবশ্যকীয় জিনিসপত্রের দাম হ্রাস পেয়েছে। আর সেই কারণে পাইকারি মূল্য সূচক ভিত্তিক মূল্যস্ফীতি অক্টোবরে অনেকটাই হ্রাস পেয়ে ৮.৩৯% এ নেমে এসেছে। এটি গত ১৯ মাসের সর্বনিম্ন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)