বাংলা নিউজ > ঘরে বাইরে > ওড়িশায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ মহিলা-সহ চার মাওবাদী জঙ্গি

ওড়িশায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ৩ মহিলা-সহ চার মাওবাদী জঙ্গি

ওডিশার কন্ধমল জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত তিন মহিলা-সহ চার মাওবাদী জঙ্গি।

সকাল ১১টা নাগাদ সিরকি গ্রামের কাছে নিরাপত্তাবাহিনীকে নিশানা করে গুলি চালায় জঙ্গিরা। জবাবে পালটা গুলি চালায় বাহিনী।

বুধবার ওড়িশার কালাহান্ডি ও কন্ধমল জেলা সীমান্তে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত তিন মহিলা-সহ চার মাওবাদী জঙ্গি। 

জানা গিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কালাহান্ডি ও কন্ধমল জেলার সীমান্তে অভিযান চালায় মাওবাদী-দমন বাহিনী SOG এবং ডিস্ট্রিক্ট ভলান্টারি ফোর্স (DVF)। অভিযানে অংশগ্রহণ করে ওডিশা পুলিশ বাহিনীও।

ওড়িশা পুলিশের বিবৃতিতে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ কন্ধমল জেলার বেলঘর অঞ্চলে সিরকি গ্রামের কাছে নিরাপত্তাবাহিনীকে নিশানা করে গুলি চালায় আত্মগোপনকারী মাওবাদী জঙ্গিরা। জবাবে পালটা গুলি চালায় বাহিনী।

আধ ঘণ্টার গুলির লড়াইয়ে মারা যায় চার মাওবাদী জঙ্গি। গুলিতে জখম হয়েছেন এক SOG জওয়ান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযানে নামে SOG, DVF ও সিআরপিএফ-এর অতিরিক্ত বাহিনী। চার জঙ্গির দেহের সঙ্গে উদ্ধার হয় পাঁচটি গুলিভরা আগ্নেয়াস্ত্র। তবে নিহত মাওবাদীদের পদমর্যাদা সম্পর্কে এখন নিশ্চিত হওয়া যায়নি।

গত ২৩ জুলাই কন্ধমলেই মাওবাদী দমন বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল ২ জঙ্গি। তার আগে ৫ জুলাই এই জেলারই তুমুদিবান্ধা থানার অন্তর্গত সিরলা অভয়ারণ্যে নিরাপত্তাবাহিনীর গুলিতে মারা যায় দুই মহিলা-সহ পাঁচ মাওবাদী জঙ্গি। তাদের মধ্যে ছিল সিপিআই (মাওবাদী) দলের ওড়িশা রাজ্য কমিটির জঙ্গিনেতা কোসা সোদি, যার মাথার দাম ছিল ২০ লাখ টাকা।

কিছু দিন আগেই ওড়িশা পুলিশের ডিজি দাবি করেছিলেন, রাজ্যের মাওবাদী জঙ্গি পরিস্থিতির উন্নতি হচ্ছে। বহু সন্ত্রাসবাদী আত্মসমর্পণ করছে বলেও তিনি জানিয়েছিলেন। তার জেরে অঙ্গুল, বৌধ, সম্বলপুর, দেওগড় ও নয়াগড় জেলাকে মাওবাদী অধ্যুষিত তালিকা থেকে বাদ দিতে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে ওড়িশা সরকার।  

ঘরে বাইরে খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.