বাংলা নিউজ > ঘরে বাইরে > Odisha: হনুমান জয়ন্তীকে ঘিরে অশান্তি, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল

Odisha: হনুমান জয়ন্তীকে ঘিরে অশান্তি, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হল

সম্বলপুরে অশান্তি (Twitter/Screengrab) (HT_PRINT)

সূত্রের খবর, বিজেপি, ভিএইচপি, বজরং দল সহ একাধিক সংগঠনের উদ্যোগে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাইক মিছিল যাচ্ছিল সংখ্যালঘু অধ্যুষিত এলাকার উপর দিয়ে। আর তখনই শুরু হয় তুমুল অশান্তি।

দেবব্রত মোহান্তি

হনুমান জয়ন্তী উপলক্ষ্যে বাইক মিছিল বেরিয়েছিল ওড়িশার সম্বলপুরে। আর সেই বাইক মিছিলকে কেন্দ্র করে কার্যত হিংসা ছড়িয়েছিল এলাকায়। বুধবারের এই ঘটনার জেরে বৃহস্পতিবার সম্বলপুর এলাকায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

হোম ডিপার্টমেন্ট থেকে এনিয়ে একটা নোটিশ ইস্যু করা হয়েছিল। সেখানে বলা হয়েছে,সমস্ত ইন্টারনেট পরিষেবা. সমস্ত সার্ভিস প্রোভাইডারের নেট পরিষেবা, ব্রডব্র্যান্ড নেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্ররোচনামূলক বার্তা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেকারণে জেলা জুড়ে ৪৮ ঘণ্টার জন্য নেট পরিষেবা বন্ধ রাখা হবে। আগামী ৪৮ ঘণ্টা ওখানে হোয়াটস অ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সহ অন্যান্য মোবাইল সার্ভিস প্রোভাইডারে নেট সংক্রান্ত কোনও কাজই করা যাবে না। আগামী ৪৮ ঘণ্টা এই পরিষেবা বন্ধ রাখা হবে। ঠিক কী হয়েছিল ঘটনাটি?

সূত্রের খবর, বিজেপি, ভিএইচপি, বজরং দল সহ একাধিক সংগঠনের উদ্যোগে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাইক মিছিল যাচ্ছিল সংখ্যালঘু অধ্যুষিত এলাকার উপর দিয়ে। আর তখনই শুরু হয় তুমুল অশান্তি। প্রায় ৩০০ বাইক ছিল মিছিলে। গোরাবাজারের দুর্গামন্দিরের দিয়ে যাচ্ছিল মিছিলটি। তখনই অশান্তি। ব্যাপক পাথর ছোঁড়াছুড়ি শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় অন্তত ১৫জন জখম হয়েছিলেন। তার মধ্যে ১০জনই পুলিশকর্মী। তবে সেই অশান্তি যাতে না ছড়ায় সেটা খতিয়ে দেখছে পুলিশ। তার নিরিখেই বন্ধ করে দেওয়া হল নেট পরিষেবা।

পাথরের আঘাতে একাধিক পুলিশকর্তাও জখম হয়েছিলেন। ধানুপালি থানার ইনস্পেক্টর অনিতা প্রধানকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর আঘাত গুরুতর। হনুমান জয়ন্তী সামান্য সমিতির প্রেসিডেন্ট নিজেও জখম হয়েছেন।

সম্বলপুরের এসপি বাট্টুলা গঙ্গাধর জানিয়েছেন, পুলিশ এখনও পর্যন্ত ২৬জনকে গ্রেফতার করেছে। ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বুধবারের শোভাযাত্রায় পুলিশ ৮জন ভিডিয়োগ্রাফারকে নিয়োজিত করেছিল। সেখান থেকেও ফুটেজ পাওয়া গিয়েছে।

এসপি জানিয়েছেন, হনুমান জয়ন্তী সমিতির ৬০০জন সদস্য একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন, তারা ওখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন। এরপর স্থানীয় যুবকদের সঙ্গে তাদের বচসা শুরু হয়ে যায়। আমাদের ফোর্স একটু আগে ছিলেন। তবে দ্রুত তারা পরিস্থিতি সামাল দিয়েছেন। ৩০ প্লাটুন ফোর্স এলাকায় মোতায়েন করা হয়েছে।

 

পরবর্তী খবর

Latest News

অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা কলকাতায়, বাংলার আরও জেলা ভাসবে নিম্নচাপের জেরে রাত ২.৩০-এ ম্যাসেজ করে রুমে ডাকত- রোহিতকে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন পীযূষ চাওলা ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন বিয়ের পিঁড়িতে সৌমিতৃষা, কনের সাজেও চোখমুখ ঘিরে চাপা টেনশন-ভয়, সেই ছবি এল সামনে প্রথম স্ত্রীর মৃত্যুর একবছর পর বিয়ে কল্পনা দাসকে, CJI-এর অর্ধাঙ্গিনী বাঙালিই নন! CBI জেরার মুখে তৃণমূলের চিকিৎসক MLA, কী বললেন উত্তরবঙ্গ লবির অন্যতম 'মুখ'? আত্মবিশ্বাসী জোসে মোলিনা, নিজেদের সেরাটা দেওয়ার অঙ্গীকার নিলেন মোহনবাগান কোচের পাকিস্তানকে হারালেও ভারতের উপর চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ- দীনেশ কার্তিক আর শুধু ‘আর কবে’ নয়, এবার ঊষা উত্থুপের ‘জাগো রে’-ও হবে আরজি করের প্রতিবাদের ভাষা আজ কাদের সম্পর্কের মধ্যে সতেজতা থাকবে? কী বলছে আজকের প্রেম রাশিফল দেখে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.