সূচনা হয়েছিল 'মিম' হিসেবে। তবে ট্রাম্পের নামের সেই মিম কয়েনই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ঝড় তুলল। আজ থেকে আনুষ্ঠানিক ভাবে সেই ট্রাম্প মিম কয়েনের ট্রেডিং শুরু হল ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্য়াটফর্ম 'রবিনহুড'-এ। এই নিয়ে রবিনহুড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি বার্তায় লিখেছে, 'এখন রবিনহুডে অফিশিয়াল ট্রাম্প ($TRUMP) ট্রেডিং করার জন্য উপলব্ধ।' (আরও পড়ুন: পোর্সোনাল লোন নেবেন? কোন ব্যাঙ্কের ব্যক্তিগত ঋণে EMI সবচেয়ে কম? জানুন বিশদ)
আরও পড়ুন: স্ত্রীকে চুম্বনে 'বাধা'; আবার শপথের সময় কোথায় ছিল ট্রাম্পের হাত? যা যা নিয়ে চলছে
আজ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর দু'দিন আগে, গত ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $TRUMP মিম কয়েন চালু করেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ট্রাম্প মিম কয়েনের যাত্রা শুরুর ঘোষণা করেছিলেন। সেই বার্তায় তিনি লিখেছিলেন, 'আমার নতুন অফিশিয়াল ট্রাম্প মিম এখানে! আমরা যা কিছুর জন্যে লড়াই করেছি, তা উদযাপন করার সময় এসেছে: জয় আসবে! আমার বিশেষ ট্রাম্প কমিউনিটিতে যোগ দিন। এখনই আপনার $TRUMP পান। http://gettrumpmemes.com ওয়েবসাইটে যান - মজা করুন!' এরপর তাঁর সঙ্গে যোগ দেন তাঁর স্ত্রী মেলানিয়া। তিনি $MELANIA নামের একটি মিম কয়েনও চালু করেন। (আরও পড়ুন: বকেয়া ৬৫২১ কোটির বোঝা মাথায় আঁধারে ভারতীয় উড়ান সংস্থা, বড় নির্দেশ NCLT-র)
আরও পড়ুন: WHO-কে বিদায়, অভিবাসন-নাগরিকত্ব নিয়ে একের পর এক অর্ডার জারি ট্রাম্পের
উল্লেখ্য, একটা সময়ে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সিকে ‘কেলেঙ্কারি’ হিসেবে অভিযোগ করেছিলেন। তিনি ক্রিপ্টোকারেন্সির বিপক্ষে ছিলেন। কিন্তু ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রাম্পের মনোভাব পুরোপুরি বদলে যায়। এই আবহে নির্বাচনী প্রচারের সময় তিনি ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডিজিটাল সম্পদের আকারে নির্বাচনী অনুদান গ্রহণ করেছিলেন। (আরও পড়ুন: মার্কিন মুলুকে বাতিল জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার, কবে থেকে কার্যকর অর্ডার?)
এদিকে কয়েনমার্কেটক্যাপের তথ্য অনুযায়ী, অভিষেকের পর সেদিন দুপুর ১টা পর্যন্ত, এই ক্রিপ্টোকারেন্সির মূল্য ৩৭৯.৭১ শতাংশ বেড়েছিল। এরপর প্রতিটি ক্রিপ্টোকারেন্সির দাম হয় ০.০০৫৮৪৪ ডলার। আর সপ্তাহান্তে এই ক্রিপ্টোকারেন্সির মার্কেট ভ্যালুয়েশন বেড়ে ১৫ বিলিয়ন ডলার হয়। এরপর রবিবার অবশ্য তা কমে ১০ বিলিয়ন ডলার হয়ে যায়। এই ওয়েবসাইটের সবশেষ তথ্য বলছে, ট্রাম্পের নামে থাকা ক্রিপ্টোকারেন্সির মোট বাজারমূল্য ৮৭০ কোটি ডলার। আর মেলানিয়ার নামে চালু করা ক্রিপ্টোকারেন্সির মোট বাজারমূল্য প্রায় ১৩০ কোটি ডলার। বর্তমানে বায়ান্স অনুযায়ী, একটি অফিশিয়াল ট্রাম্প কয়েনের দাম ভারতীয় মুদ্রায় ৪৫৩৯.৭২ টাকা।
এদিকে ট্রাম্প কয়েন ছাড়াও রবিনহুডের আরও ৪০টি ক্রিপ্টোকারেন্সি তালিকাভুক্ত রয়েছে যার মধ্যে রয়েছে অ্যাভে (এএভিই), কার্ডানো (এডিএ), আরবিট্রাম (এআরবি), কসমস (এটম), অ্যাভালাঞ্চ (এভিএক্স), বিটকয়েন ক্যাশ (বিসিএইচ), বঙ্ক (বিওএনকে), বিটকয়েন (বিটিসি), কম্পাউন্ড (কম্প), ডোজকয়েন (ডিওজিই), পোলকাডট (ডট), ইওএস (ইওএস), ইথেরিয়াম ক্লাসিক (ইটিসি), ইথেরিয়াম (ইটিএইচ), দ্য গ্রাফ (জিআরটি), অপরিবর্তনীয় (আইএমএক্স), বৃহস্পতি (জেইউপি), চেইনলিঙ্ক (লিঙ্ক), লাইটকয়েন (এলটিসি), ডিসেন্ট্রাল্যান্ড (এমএএনএ), বহুভুজ (পোল), কাছাকাছি (নিয়ার), আশাবাদ (ওপি), পেপে (পিইপিই), রেন্ডার (রেন্ডার), সোনিক (এস), স্যান্ডবক্স (স্যান্ড), শিবা ইনু (শিব), সোলানা (এসওএল), সেলেস্টিয়া (টিআইএ), টনকয়েন (টিওএন), ইউনিসোয়াপ (ইউএনআই), ইউএসডিসি (ইউএসডিসি), ডগউইফাট (ডাব্লুআইএফ), স্টেলার লুমেনস (এক্সএলএম), ওয়ার্মহোল (ডাব্লু), তেজোস (এক্সটিজেড), এক্সআরপি (এক্সআরপি), জেডকেসিঙ্ক (জেডকে), এবং লেয়ারজিরো (জেডআরও)। রবিনহুড ক্রিপ্টোর অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে প্রতিটি মার্কিন রাজ্য, ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো এবং কলম্বিয়া জেলায় উপলব্ধ এই প্ল্যাটফর্মটি।