এবার ওলা এবং উবার অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি। কারণ এই অ্যাপ ক্যাব সংস্থাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নোটিশে উল্লেখ রয়েছে, একই জায়গায় যেতে দু’রকম ভাড়া দেখানো হচ্ছে। সাধারণ স্মার্টফোন থেকে অ্যাপ ক্যাব বুক করলে একরকম ভাড়া দাবি করা হচ্ছে। আর সেই একই রুটে আইফোন দিয়ে অ্যাপ ক্যাব বুক করলে ভাড়া বেড়ে যাচ্ছে। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশী বিষয়টি সামনে নিয়ে এসেছেন।
এদিকে স্মার্টফোনের ধরন অনুযায়ী বদলে যাচ্ছে অ্যাপ ক্যাবের ভাড়া বলে অভিযোগ উঠতে শুরু করেছে। সাধারণ অ্যানড্রয়েড ফোন থেকে অ্যাপ ক্যাব বুক করলে যে ভাড়া চাওয়া হচ্ছে সেটাই আইফোন থেকে বুক করলে অনেকটা বেড়ে যাচ্ছে। আর তাই অ্যাপ ক্যাব সংস্থা ওলা এবং উবারকে এই বিষয়ে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগের ব্যাখ্যা তলব করা হয়েছে তাদের কাছ থেকে। এই গোটা বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। তাতেই এখন তোলপাড় কাণ্ড শুরু হয়ে গিয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি ওলা এবং উবরকে নোটিশ পাঠিয়েছে। একই দূরত্বে বিভিন্ন ধরনের ভাড়া নেওয়ার অভিযোগের ভিত্তিতে এই নোটিশ গিয়েছে। কেমন ফোন থেকে ক্যাব বুকিং করা হচ্ছে সেটার উপর নির্ভর করছে ভাড়ার পরিমাণ বলে অভিযোগ। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি নোটিশে বলেছে, কীসের ভিত্তিতে ওলা এবং উবার যাত্রাপথের মূল্য নির্ধারণ করে? সেটা ব্যাখ্যা করতে হবে। ফোন অনুযায়ী কেন এই বৈষম্য হবে? সেটার জবাবও চাওয়া হয়েছে। অ্যাপ ক্যাব পরিষেবায় যাতে স্বচ্ছতা থাকে তাই প্রশ্নের উত্তর অত্যন্ত প্রয়োজনীয় বলেও কেন্দ্রের দাবি।
আরও পড়ুন: ‘কেন্দ্র একটাও বন্ধ চা–বাগান খোলেনি’, এনডিএ সরকারকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী
এছাড়া একাধিক অভিযোগ আসতে শুরু করে। সাধারণ স্মার্টফোন এবং আইফোন থেকে একই দূরত্বে অ্যাপ ক্যাব বুক করলে ভাড়ার ভিন্নতা সামনে আসে। সেই অভিযোগ জমা পড়ে কেন্দ্রীয় সরকারের কাছে। সেটা পরীক্ষা করে দেখা হয়। আর এই অভিযোগ মিলে যেতেই নোটিশ যায় ক্যাব সংস্থাগুলির কাছে। আর কেন্দ্রীয় মন্ত্রী আজ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অতীতের পর্যবেক্ষণের উপর নজর রেখে দেখা গেল, ভিন্ন মূল্য উঠে আসছে স্মার্টফোন এবং আইফোন ব্যবহার করার ক্ষেত্রে। একই দূরত্বে এমন বৈষম্য দেখা দেওয়ায় কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি নোটিশ দিয়েছে ওলা এবং উবারকে। তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে।’