বাংলা নিউজ > ঘরে বাইরে > পুতিনের বিরুদ্ধে নির্লজ্জ সাম্রাজ্যবাদের অভিযোগ আনলেন শলৎস

পুতিনের বিরুদ্ধে নির্লজ্জ সাম্রাজ্যবাদের অভিযোগ আনলেন শলৎস

ভ্লাদিমির পুতিন ও ওলাফ শলৎস

রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনের প্রতি সম্পূর্ণ সংহতি ও ধারাবাহিক সহায়তার অঙ্গীকার করেন জার্মান চ্যান্সেলর৷ তিনি আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে ইউক্রেনের জন্য আর্থিক, অর্থনৈতিক, মানবিক এবং সামরিক সহায়তার আহ্বান জানান৷

জার্মান চ্যান্সেলর হিসেবে জাতিসংঘে প্রথম ভাষণে শলৎস ইউক্রেনের উপর রাশিয়ার হামলার তীব্র নিন্দা করে গোটা বিশ্বকে সতর্ক করে দিলেন৷ জোর খাটিয়ে জমি দখলের ঘোর বিরোধিতা করলেন তিনি৷ ইউক্রেনের উপর রাশিয়ার হামলা জার্মানি তথা ইউরোপকে কত বড় ধাক্কা দিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে জার্মান চ্যান্সেলর হিসেবে ওলাফ শলৎসের প্রথম ভাষণ তা স্পষ্ট করে দিলো৷ শলৎস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘নির্লজ্জ সাম্রাজ্যবাদ'-এর অভিযোগ করেছেন৷ তার মতে, পুতিন যদি বুঝতে পারেন তার পক্ষে এই যুদ্ধ জয় করা সম্ভব নয়, তবেই তিনি তার ‘সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা' ত্যাগ করবেন৷

শলৎস মনে করেন, পুটিন শুধু ইউক্রেন নয়, নিজের দেশকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন৷ তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সংকটের সমাধানের লক্ষ্যে উপর থেকে চাপিয়ে দেওয়া শান্তি মোটেই গ্রহণযোগ্য হবে না৷ শলৎস বলেন, ইউক্রেনে রাশিয়ার আচরণ শুধু ইউরোপের জন্যই বিপর্যয় বয়ে আনছে না, আন্তর্জাতিক নিয়মভিত্তিক কাঠামো ও বিশ্ব শান্তিও বিঘ্নিত হচ্ছে৷ তিনি এ প্রসঙ্গে মনে করিয়ে দেন, যে গত মার্চ মাসে জাতিসংঘের ১৪১টি সদস্য দেশ একটি প্রস্তাব সমর্থন করে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়েছিল৷ শলৎস জাতিসংঘের উদ্দেশ্যে নিয়মভিত্তিক আন্তর্জাতিক কাঠামোর সুরক্ষার আহ্বান জানান৷ ‘জোর যার মুলুক তার' নীতি যাতে বিশ্বে জাঁকিয়ে বসতে না পারে, তা নিশ্চিত করা জরুরি বলে তিনি মনে করেন৷ জার্মান ও ইউরোপীয় হিসেবে তিনি নিজে একবিংশ শতাব্দীতে বহুমেরুভিত্তিক ব্যবস্থার প্রতি সমর্থন জানাচ্ছেন, বলেন জার্মান চ্যান্সেলর৷

রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনের প্রতি সম্পূর্ণ সংহতি ও ধারাবাহিক সহায়তার অঙ্গীকার করেন জার্মান চ্যান্সেলর৷ তিনি আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে ইউক্রেনের জন্য আর্থিক, অর্থনৈতিক, মানবিক এবং সামরিক সহায়তার আহ্বান জানান৷ উল্লেখ্য, চ্যান্সেলর শলৎস নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই জার্মান সরকার ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তার ঘোষণা করেছে৷ এর আওতায় জার্মান সেনাবাহিনীর ভাণ্ডার থেকে আরও ‘সেল্ফ প্রপেল্ড হাউইৎসার' কামান ইউক্রেনে পাঠানো হবে৷ জাতিসংঘের ভাষণে শলৎস আরও জানান, আগামী ২৫ অক্টোবর বার্লিনে ইউক্রেনের পুনর্গঠন সংক্রান্ত একটি সম্মেলন আয়োজন করা হবে৷ সেখানে জার্মানি ইউক্রেনের সরকারকে সে দেশের পুনর্গঠনের কাজে বিপুল সহায়তার উদ্যোগ নেবে৷

ইউক্রেনের প্রতি জোরালো সমর্থনের অঙ্গীকার করলেও সে দেশকে আক্রমণাত্মক সামরিক সরঞ্জাম দেওয়ার প্রশ্নে এখনও দ্বিধায় ভুগছেন জার্মান চ্যান্সেলর৷ ন্যাটো-সহ অন্যান্য সহযোগীদের সঙ্গে সমন্বয় ছাড়া জার্মানির পক্ষে এমন ‘ঝুঁকিপূর্ণ' পদক্ষেপ করতে তিনি নারাজ৷ এদিকে জার্মান সংসদে প্রধান বিরোধী দল হিসেবে ইউনিয়ন শিবির এই মর্মে একটি প্রস্তাব আনার উদ্যোগ নিচ্ছে৷ ইউরোপে ‘শান্তি ও স্বাধীনতা' রক্ষার স্বার্থে ইউক্রেনকে ভারি অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর দাবি করছে জার্মানির রক্ষণশীল দুই দল৷ সরকারি জোটের মধ্যেও এমন দাবি ওঠায় বিরোধী পক্ষের প্রস্তাব প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

পরবর্তী খবর

Latest News

লালবাউগচা মন্দিরে খালি পায়ে গণপতিকে প্রণাম ভিকির! আসন্ন ছবির জন্য প্রার্থনা? কেবল অন্তর্বাস পরে পচা ভাদ্রেও উষ্ণতার পারদ চড়ালেন ইশান! কী বলছে নেটপাড়া? 'ইটস টাইম ফর কলকাতা, গেট ওয়েল সুন কলকাতা…’ RG-করের প্রতিবাদে গান লিখলেন শ্রুতি টিফিনে বিরিয়ানি, তুমুল ঝগড়া, স্কুল বদলাতে হবে ছাত্রকে, মকুব করা হল বকেয়া ফি দলীপে ব্যাজবল রুতুরাজ-ইশানদের, পরপর দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি বাবা ইন্দ্রজিৎ-এর বাংলাদেশে বিএনপি নেতার হাত থেকে 'দখলমুক্ত' সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি নারী নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ শিলিগুড়ি পুলিশের, দুর্গাপুজোয় আধুনিক অ্যাপ মহিলা যাত্রীকে চড় মেরে গ্রেফতার অটো চালক! তবুও কারও কারও সহানুভূতি পাচ্ছেন তিনি বিষ্ণুর জোড়া অবতারে ধরা দেবেন রণবীর! রামায়ণে কোন চরিত্রে দেখা মিলবে অমিতাভের? Live: নবান্নে টানটান পরিস্থিতি! সভাঘরে মমতা, বাইরে বাসের সামনে ডাক্তাররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.