আমেরিকার ডেল্টা এয়ারলাইন্সের বিমানে ক্রু সদস্যকে হেনস্থা যাত্রীর। জানা গিয়েছে, মত্ত অবস্থায় এক বৃদ্ধ যাত্রী এক পুরুষ ক্রু সদস্যকে জোর করে চুম্বন দেন। ঘটনাটি ঘটেছে মিনেসোটা থেকে আলাস্কা যাওয়ার পথে। ঘটনায় বিমানের ক্যাপ্টেনের খাবরের ট্রে ভেঙে দেন সেই অভিযুক্ত যাত্রী। নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত যাত্রীর নাম ডেভিড অ্যালান বুর্ক। তার বয়স ৬১ বছর। এদিকে এই ঘটনার জেরে অ্যালানকে গ্রেফতার করা হয়েছে। (আরও পড়ুন: কেন সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলা? জানা গেল আসল কারণ, পরবর্তী শুনানি কবে?)
রিপোর্ট অনুযায়ী, বিমানের টেকঅফের আগে ড্রিঙ্কস পাওয়ার কথা ছিল অ্যালানের। কারণ তিনি ফার্স্ট ক্লাস আসনে ভ্রমণ করছিলেন। তবে এক ক্রু সদস্য এসে তাঁকে জানান যে সময় কম থাকার কারণে বিমান ছাড়ার আগে আর ড্রিঙ্ক পরিবেশন করা যাবে না। তবে বিমান আকাশে উড়তেই অ্যালানকে রেড ওয়াইন পরিবেশন করেন বিমানের ক্রু। পরে অ্যালান্ডের ডিনার ট্রে ফেরত নিতে আসেন সেই ক্রু সদস্য। তখন অ্যালান তাঁর সঙ্গে করমর্দন করেন। এই ঘটনার কিছুক্ষণ পরে টয়েলেটে যাওয়ার জন্য আসন থেকে ওঠেন অ্যালান। সেই সময় ফের সেই ক্রু সদস্যের সঙ্গে মুখোমুখি হন অ্যালান।
আরও পড়ুন: তাপপ্রবাহের বিদায়, নেমেছে বৃষ্টি, সোমবার থেকে খুলছে স্কুল-কলেজগুলি?
অভিযোগ, এবার অ্যালান সেই ক্রু সদস্যকে দেখে বলেন, 'তোমাকে দেখতে কি সুন্দর'। এই কথা বলেই নাকি তিনি সেই পুরুষ ক্রু সদস্যের থেকে 'চুম্বনের অনুমতি' চান। এরপরই সেই ক্রু সদস্য আপত্তি জানান। এরপরই জোর করে সেই ক্রু সদস্যের গলায় চুম্বন বসান বৃদ্ধ অ্যালান। এই আবহে অ্যালানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন সেই ক্রু সদস্য। সেই অভিযোগের প্রেক্ষিতে বিমান অবতরণের পর অ্যালানকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সেই যাত্রীর বিরুদ্ধে ক্যাপ্টেনের খাবারের ট্রে ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে। এদিকে এত কাণ্ড বঁধানোর পর আরও দুই গ্লাস রেড ওয়াইন পান করেন সেই যাত্রী। এরপর মত্ত অবস্থায় ঘুমিয়ে পড়েন তিনি। এদিকে এই গোটা ঘটনার বিষয়ে ক্যাপ্টেন বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। এই আবহে বিমান অবতরণের পর অ্যালানকে গ্রেফতার করা হয়। এদিকে জেরায় অ্যালান দাবি করেন তিনি এক গ্লাস ওয়াইন খেয়েছেন। তবে সেই সময়ও তিনি মত্ত ছিলেন বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই আবহে ক্রু সদস্যকে কাজে বাধা দেওয়া এবং মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে অ্যালানের বিরুদ্ধে। আগামী ২৭ এপ্রিল তাঁকে আদালতে পেশ করা হবে।