বাংলা নিউজ > ঘরে বাইরে > Old vs New Income Tax Regime: পুরনো নাকি নয়া - কোন কর কাঠামোয় থাকবেন? তা নিয়ে উদ্বিগ্ন? টিপস দিলেন বিশেষজ্ঞরা

Old vs New Income Tax Regime: পুরনো নাকি নয়া - কোন কর কাঠামোয় থাকবেন? তা নিয়ে উদ্বিগ্ন? টিপস দিলেন বিশেষজ্ঞরা

চলতি অর্থবর্ষে (২০২৩-২৪) কোন আয়কর কাঠামোর থাকতে চান, তা এপ্রিলের মধ্যেই নিজের কোম্পানিকে জানাতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)

চলতি অর্থবর্ষে (২০২৩-২৪) কোন আয়কর কাঠামোর থাকতে চান, তা এপ্রিলের মধ্যেই নিজের কোম্পানিকে জানাতে হবে। সেই আয়কর কাঠামোর ভিত্তিতে পুরো বছর বেতন পাবেন। যাতে বাড়তি টাকা চলে না যায়, তাই অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

পুরনো কর কাঠামোর আওতায় থাকবেন নাকি নয়া কর কাঠামোয় থাকবেন? সেই চূড়ান্ত সিদ্ধান্ত নিজের কোম্পানিকে জানানোর ক্ষেত্রে হাতে আর বেশিদিন পড়ে নেই। তবে এখনও অনেক বেতনভোগী কর্মীরা সেই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। কোন আয়কর কাঠামোর আওতায় থাকলে তাঁদের লাভ হবে, কম টাকা খরচ হবে, তা এখনও নির্ধারণ করে উঠতে পারছেন না। তবে তাঁদের চিন্তা দূর করতে এবং দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একাধিক পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা।

'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ মিন্ট'-এ ট্যাক্স২উইনের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও অভিষেক সোনি জানিয়েছেন, চলতি অর্থবর্ষে (২০২৩-২৪) কোন আয়কর কাঠামোর থাকতে চান, তা এপ্রিলের মধ্যেই নিজের কোম্পানিকে জানাতে হবে। সেই আয়কর কাঠামোর ভিত্তিতে পুরো বছর বেতন পাবেন। যাতে বাড়তি টাকা চলে না যায়, তাই অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

কোন কর কাঠামো বেছে নেবেন?

কোন আয়কর কাঠামোর আওতায় থাকবেন, সেটা বেছে নেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, নিজের আয় কত, সেটা ভালোভাবে বুঝতে হবে। সেইসঙ্গে আয়কর ছাড় মিলবে, এমন ক্ষেত্রে কত টাকার বিনিয়োগ করেছেন, সেটা নির্ধারণ করতে হবে সংশ্লিষ্ট বেতনভোগীকে।

আরও পড়ুন: Income Tax Tips for employees: এপ্রিলের মধ্যে আয়কর নিয়ে কোম্পানিতে জানাতে হবে এই তথ্য, নাহলে হাতে আসবে কম বেতন! 

দ্বিতীয়ত, হাউস রেন্ট অ্যালোওয়েন্স (HRA) পাওয়া যাবে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। ক্লিয়ারের প্রতিষ্ঠাতা এবং সিইও অর্চিত গুপ্তা জানিয়েছেন, যাঁরা HRA এবং অন্যান্য করছাড়ের সুবিধা বেছে নেন, তাঁরা পুরনো কর কাঠামোয় থাকলে বেশি লাভবান হবেন।

'লাইভ মিন্ট'-এ মাই ফান্ড বাজারের সিইও এবং প্রতিষ্ঠাতা বিনিত খাণ্ডারে জানিয়েছেন, প্রতিটি আয়কর কাঠামোয় সুবিধা এবং অসুবিধা থাকে। ১১৫ বিএসি ধারার আওতায় নয়া আয়কর কাঠামোর ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, 'করদাতা কোন আয়কর কাঠামোর আওতায় থাকবেন, তা বেছে নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগের পরিকল্পনা, বিনিয়োগের কারণ, আয়ের স্তর, করের হার, করছাড়, ডিডাকশন-সহ একাধিক বিষয়ের উপর নির্ভর করবে। তাই দুটি আয়কর কাঠামোর মধ্যে যে কোন একটি বেছে নেওয়ার আগে বিস্তারিতভাবে মূল্যায়ন করতে ববে।'

কোন করদাতারা নয়া আয়কর কাঠামোয় থাকলে সুবিধা পাবেন? 

'লাইভ মিন্ট'-এ ক্লিয়ারের প্রতিষ্ঠাতা জানিয়েছেন, যাঁদের আয় ৭.৫ লাখ টাকার মধ্যে (রিবেটের কারণে যাঁদের বার্ষিক ৭.৫ লাখ টাকা, তাঁদের কোনও আয়কর দিতে হবে না) এবং যাঁদের আয় পাঁচ কোটি টাকার বেশি (সার্জচার্জ ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করে দেওয়ায়), তাঁরা নয়া কর কাঠামোয় সুবিধা লাভ করবেন (বিস্তারিত দেখুন - Zero Income Tax upto 7.5 lakhs: ৭.৫ লাখ টাকা আয় করেও দিতে হবে না এক পয়সা ইনকাম ট্যাক্স! দেখে নিন হিসাব)।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন