বাংলা নিউজ > ঘরে বাইরে > Old Tax Rate vs New Tax Rate: চাকুরিজীবী হোন বা ব্যবসায়ী-কোন কর কাঠামো বাছবেন, জেনে নিন

Old Tax Rate vs New Tax Rate: চাকুরিজীবী হোন বা ব্যবসায়ী-কোন কর কাঠামো বাছবেন, জেনে নিন

নির্মলা সীতারামন (PTI)

আপনাদের জন্য হিসাব করে দেওয়া হল।

সাধারণ বাজেটে নয়া কর কাঠামোর কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একই সঙ্গে পুরনো কর কাঠামোও বহাল থাকবে। এবার কোন কর কাঠামো ব্যবহার করা উচিত, সেই নিয়ে নানা মুনির নানা মত। এপ্রিল শেষ হতে চলল। অনেক অফিসেই এবার বলছে একটি কর কাঠামো বেছে নিতে। যারা স্বনিযুক্ত, তাদেরও কর দিতে হবে। কোন নিয়মে টিডিএস কাটাবেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে অনেকের মনে। আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে দেখে নেওয়া যাক প্রস্তাবিত কর কাঠামোটি কি।

এবারের নয়া কর কাঠামোয় প্রায় ৭০টি ছাড় লুপ্ত করা হয়েছে। ইনকাম ট্যাক্সের ৮০ সি ও ৮০ ডি ধারায় ১৫০০০০ টাকা অবধি যে ছাড় পাওয়া যায় আয়ের ওপর, সেটি মিলবে না। তবে প্রত্যেক স্ল্যাবে আগের থেকে কম কর দিতে হবে।

বাজেটে নির্মলা সীতারামন জানান যে যারা আড়াই লক্ষ অবধি বছরে আয় করেন, তাদের কর দিতে হবে না। যারা ছাড় নেবেন না,. তাদের জন্য নয়া করের হার- ৫-৭.৫ লক্ষ অবিধি ১০ শতাংশ, যেটা আগে ছিল ২০ শতাংশ। ৭.৫-১০ শতাংশ অবধি করের হার ১৫ শতাংশ, যা আগে ছিল ২০ শতাংশ।

১০-১২.৫ লক্ষ আয়ের ওপর ২০ শতাংশ হারে কর দিতে হবে, যা আগে ছিল ২৫ শতাংশ। ১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষের অবধি করের হার হবে ২৫ শতাংশ। ১৫ লক্ষের ওপর আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

কিন্তু এখনও দশ রকমের আয় আছে, যার ওপর আয়কর ছাড় পাওয়া যাবে আগামী অর্থবর্ষ থেকে । সেগুলির সম্বন্ধে জেনে নিন-

১. টানা পাঁচ বছর চাকরি করার পর, কেউ চাইলে যদি Employees' Provident Fund (EPF) থেকে টাকা তোলেন, তাহলে সেই অর্থের ওপর এখনও ছাড় মিলবে।

২. PPF (Public Provident Fund)-এর ম্যাচুরিটিতে যে টাকা পাওয়া যাবে ও সেই অ্যাকাউন্টে যে বাত্সরিক সুদ জমা পড়ে, তার ওপর আয়কর ছাড় মিলবে।

৩. National Pension Scheme (NPS)-এ ম্যাচুরিটিতে বা আগে বন্ধ করলেও কম করে ৪০ শতাংশ টাকার ওপর কর দিতে হবে না। NPS থেকে আংশিক টাকা তুললে, ২৫ শতাংশ অবধি অর্থের ওপর কর ছাড় মেলে।

৪. ইনকাম ট্যাক্স অ্যাক্টের ধারা ১০ (১০D) অনুযায়ী লাইফ ইনস্যুরেন্স প্ল্যানের ম্যাচুরিটি বা সারেন্ডার করে দিলে, যে টাকা পাওয়া যায়, এর ওপর করছাড় মিলবে। বোনাসের ওপরেও ট্যাক্স দিতে হবে না।

৫. সুকন্যা সমৃদ্ধি যোজনায় ম্যাচুরিটির পর সুদ সহ যে টাকা মিলবে, তার ওপর আয়কর পাওয়া যাবে।

৬. অফিস থেকে বিভিন্ন কাজে বাইরে যাওয়ার জন্য যে যাতায়াতের টাকা দেয়, সেটিতেও আয়কর ছাড় মিলবে। কনভেয়েন্স অ্যালোয়েন্স, রিলোকেশন চার্জ ইত্যাদি আয়কর মুক্ত।

৭. যে সব পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৩৫০০ টাকা অবধি আছে, তার ওপর সুদের ওপর কোনও কর লাগবে না।

৮. পড়াশুনোর জন্য কোনও স্কলারশিপ পেলে সেটিতে কর ছাড় মিলবে আইটি অ্যাক্টের ১০ (১৬) ধারা অনুযায়ী।

৯. লাগাতার পাঁচ বছর কাজ করার পর কুড়ি লক্ষ টাকার কম গ্র্যাচুইটির ওপর আয়কর ছাড় মিলবে।

১০. চাকরির মেয়াদকালের শেষে বা ইস্তফা দিলে ৩ লক্ষ টাকা অবধি লিভ এনক্যাশমেন্টের ওপর কোনও আয়কর দিতে হবে না।

এবার তাহলে কোনটা ব্যবহার করবেন জেনে নিন।

হিন্দুস্তান টাইমসের হিসাব অনুযায়ী কত টাকা উপার্জন করলে আপনার কোন কর কাঠামো নেওয়া উচিত-

চাকুরিজীবীদের জন্য
চাকুরিজীবীদের জন্য
যারা চাকুরিজীবী নন, তাদের জন্য
যারা চাকুরিজীবী নন, তাদের জন্য

এছাড়াও ইনকাম ট্যাক্স ওয়েবসাইটের ট্যাক্স ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারেন কত টাকা কর দিতে হবে সেটি জানার জন্য।

ঘরে বাইরে খবর

Latest News

শোণিতপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘বাচ্চার বাচ্চা আসছে…’,দিদিমা হচ্ছেন নীনা গুপ্তা! ২য় বিয়ের এক বছর,গর্ভবতী মাসাবা গর্ভাবস্থাতেই ‘ঢিসুম ঢিসুম’ দীপিকার, ছেলে না মেয়ে চাই? মনের ইচ্ছে জানালেন রণবীর ব্যবসায়ীকে খুনের চেষ্টা, বারে ভাঙচুর, বাকি ৮৭ হাজারের বিল! জেল হতে পারে পরীমনির? লখিমপুর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য ‘খ্যাঁকখ্যাঁক করে…’,শিমুলের নামে রচনার কাছে নালিশ ঠুকল শ্রীতমা, পালটা মানালি গবাদি পশুও সন্তান! অপহৃত মেয়ে ও গৃহপালিত প্রাণীদের ফিরে পেতে হাইকোর্টে মা ‘ধর্ম যার যার উৎসব সবার’ মমতার সুর লকেটের মুখে, ‘রাম BJP-র একার নয়’ বললেন রচনা জোরহাট লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য কাউন্সিলরের কন্যা নেহাকে কুপিয়ে খুন করল ফৈয়জ, সুতপা হত্যার ছায়া

Latest IPL News

কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা? সিঁড়িতে খুঁড়িয়ে খুঁড়িয়ে নামছেন ধোনি, সাহায্যের হাত বাড়ালেন সুরেশ রায়না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.