ইমরান খানের বিদায়ের পর, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ পার্টির নেতা শেহবাজ শরিফ নতুন ওয়াজির-ই-আজম হতে চলেছেন। আন্তর্জাতিক মঞ্চে সেভাবে পরিচিতি না থাকলেও শেহবাজ পাকিস্তানের রাজনীতির পোড় খাওয়া ব্যক্তিত্ব। এহেন শেহবাজ প্রধানমন্ত্রী হওয়ার আগে তাঁর পুরোনো কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হাস্যকর সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ভাষণ দিতে দিতে অবচেতন মনেই মঞ্চ থেকে মাইক ফেলে দিচ্ছেন শেহবাজ। এল জন্য পাকিস্তানে শেহবাজকে ‘মাইক তোড়’ নেতা নাম দেওয়া হয়েছে।
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শেহবাজ শরিফ এগিয়ে থাকার খবর প্রকাশের পরই তাঁর বক্তৃতার পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এসব ভিডিয়োতে তাঁকে বক্তৃতার সময় মাইক ভাঙতে দেখা যায়। বক্তৃতার সময় শেহবাজ এতটাই উত্তেজিত হন যে মঞ্চের মাইক পর্যন্ত ভেঙে দেন। এক টুইটার ব্যবহারকারী ভাইরাল ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘বিনোদোনের এখনও খামতি হবে না।’ অপর এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘মাইক তোড় পারফর্ম্যান্স।’ চলুন দেখে নেওয়া যাক তার পুরনো বক্তৃতার কিছু অংশ...
এদিকে রবিবারই আনুষ্ঠানিক ভাবে শেহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নেয় পাকিস্তানের বিরোধী দলগুলি। ইমরান খান গদিচ্যুত হতেই যে শেহবাজ শরিফই পাক প্রধানমন্ত্রী হবেন, তা একপ্রকার নিশ্চিত ছিল। শুধু আনুষ্ঠানিকতার দেরি ছিল। রবিবারই সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পাকিস্তানের বিরোধী দলগুলি। সোমবার পাক সংসদে ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হবে পরবর্তী প্রধানমন্ত্রীকে। এদিকে পিটিআইও বিনা যুদ্ধ জমি ছাড়তে নারাজ। আস্থা ভোটে হেরেও পাক প্রধানমন্ত্রী পদপ্রার্থী দাঁড় করাতে চলেছে পিটিআই। পাকিস্তানের সদ্য প্রাক্তন হওয়া বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি শেহবাজের বিরুদ্ধে আজকে লড়বেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য।