বাংলা নিউজ > ঘরে বাইরে > Omar Abdullah on New Maharashtra CM: ‘BJP-র কাউকে মুখ্যমন্ত্রী চাইছিলেন উদ্ধব, শিন্ডে কুর্সি পাওয়ায় হলেন ঢালহীন’

Omar Abdullah on New Maharashtra CM: ‘BJP-র কাউকে মুখ্যমন্ত্রী চাইছিলেন উদ্ধব, শিন্ডে কুর্সি পাওয়ায় হলেন ঢালহীন’

ওমর আবদুল্লা এবং উদ্ধব ঠাকরে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই এবং এএনআই)

Omar Abdullah on New Maharashtra CM: ঠাকরেদের পক্ষে শিবসেনাকে ঘুরে দাঁড় করানোর কাজ অত্যন্ত কঠিন হয়ে গেল। এমনই মনে করছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা।

রাজনৈতিক অস্ত্র মিলল না। উলটে প্রবল চাপে পড়ে গেলেন উদ্ধব ঠাকরে। শুধু তাই নয়, ঠাকরেদের পক্ষে শিবসেনাকে ঘুরে দাঁড় করানোর কাজ অত্যন্ত কঠিন হয়ে গেল। এমনটাই মনে করছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা।

বৃহস্পতিবার আবদুল্লা বলেন, ‘একনাথ শিন্ডে যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, তা উদ্ধব ঠাকরে এবং তাঁর পক্ষের শিবসেনার জন্য অত্যন্ত বাজে খবর। উদ্ধব সম্ভবত একজন বিজেপি মুখ্যমন্ত্রী চাইছিলেন। তার ফলে শিন্ডেকে আক্রমণ করার রাজনৈতিক অস্ত্র পেয়ে যেতেন। কিন্তু এবার ঠাকরেদের পক্ষে শিবসেনাকে নতুন করে দাঁড় করানোর কাজটা কঠিন হয়ে গেল।’

মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী

বুধবার উদ্ধব মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পর থেকে কানাঘুষো চলছিল, একনাথকে উপ-মুখ্যমন্ত্রী করা হবে। হাতে বেশি বিধায়ক থাকায় আবারও মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন দেবেন্দ্র ফড়ণবীস। কিন্তু বৃহস্পতিবার চমক দেয় বিজেপি। শিন্ডেকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে ফড়ণবীস ঘোষণা করেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনার বিদ্রোহী নেতা। আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে তিনি শপথগ্রহণ করবেন।

বিজেপির মাস্টারস্ট্রোক

বিজেপির সেই সিদ্ধান্তকে মাস্ট্রারস্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি ভালোমতোই জানে যে রাজনৈতিক চাবিকাঠি তাদের হাতেই থাকবে। কিন্তু শিন্ডেকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর ফলে জনমানসে বার্তা যাবে যে ক্ষমতা দখলের জন্য উদ্ধব সরকারকে ‘ফেলেনি’ বিজেপি।

আরও পড়ুন: ‘শিবসেনার কেউ মুখ্যমন্ত্রী হবেন’, শিন্ডেকে দিয়ে উদ্ধবের ‘ইচ্ছাপূরণ’ BJP-র

সেইসঙ্গে সাংবাদিক বৈঠকে ফড়ণবীসের কথার ছত্রে ছত্রে শিবসেনাকে বড় করে দেখানো হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উদ্ধবের আমলে যে শিবসেনা নিউক্লিয়াস পালটে গিয়েছে এবং হিন্দুত্বের মুখে বালাসাহেব ঠাকরের আদর্শ থেকে লাইনচ্যুত হয়ে গিয়েছে, তা তুলে ধরতে আপ্রাণ চেষ্টা করেছেন ফড়ণবীস। যাতে উদ্ধব সরকার পড়ে যাওয়ার যাবতীয় দায় বালাসাহেবের ছেলের উপর গিয়ে পড়ে এবং সহানুভূতি কোনও জায়গা না পান। বরং ‘রক্ষাকর্তা’ হিসেবে নিজেদের তুলে ধরতে পারে বিজেপি। সেই রেশ ধরে শিন্ডেও বলেন, 'বালাসাহেবের সৈনিককে মুখ্যমন্ত্রী করায় ফড়ণবীসকে ধন্যবাদ।'

ঘরে বাইরে খবর

Latest News

৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.