মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লজ্জার হারের পর থেকেই ফের একবার ইভিএম কারচুপি নিয়ে সুর চড়াতে শুরু করেছে INDIA -এর অন্যতম শরিক কংগ্রেস। যা নিয়ে আগেই তুমুল সমালোচনা করেছে বিজেপি। এবার কার্যত একই সুরেই জোটসঙ্গীকে তুলোধনা করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা টিম INDIA -এর আরও এক সদস্য এনসি-র সভাপতি ওমর আবদুল্লা।
রবিবার এই বিষয়টি নিয়ে সরব হন ওমর। বুঝিয়ে দেন, জোটসঙ্গীর এমন আচরণে তিনি মোটেও খুশি নন। ওমরের সোজা-সাপটা বক্তব্য হল, নির্বাচনে জিতলেই ইভিএম নিয়ে উদযাপন করা হবে আর পরাজিত হলেই কারচুপির অভিযোগ করা হবে, এটা চলতে পারে না।
এদিন, সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওমর বলেন, 'যেখানে ওই ইভিএম-এর মাধ্যমেই নির্বাচিত হয়ে আপনার দলের একশোরও বেশি সদস্য সংসদে পৌঁছেছেন, এবং আপনি সেই জয়কে উদযাপন করছেন, সেখানে যখনই কোনও নির্বাচনের ফলাফল আপনার পক্ষে যাবে না, তখনই আপনি ইভিএম-কে দোষারোপ করতে পারেন না।'
এক্ষেত্রে ওমরের ভাষা ও অবস্থান ছিল যথেষ্ট স্পষ্ট ও কঠোর। তিনি বলেন, 'আপনাদের যদি ইভিএম নিয়ে সত্যিই কোনও সমস্যা থেকে থাকে, তাহলে আপনাদের এই বিষয়ে নির্দিষ্ট কোনও অবস্থান নিতে হবে। এবং সেই অবস্থানে অটল থাকতে হবে।'
লক্ষ্যণীয় বিষয় হল, এদিন যে ওমর আবদুল্লা শুধুমাত্র ইভিএম ইস্যুতে কংগ্রেসকে কঠোর বার্তা দিয়েছেন, তাই নয়। তাৎপর্যপূর্ণভাবে মোদী সরকারের তৈরি নয়া সংসদ ভবনেরও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
যেখানে জোটসঙ্গী কংগ্রেস আগাগোড়া এই প্রকল্পের সমালোচনা করে এসেছে। এমনকী INDIA -এর আরও এক গুরুত্বপূর্ণ শরিক তৃণমূল কংগ্রেস পর্যন্ত এই নয়া সংসদ ভবন নির্মাণ ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে অর্থের অপচয়ের অভিযোগ তুলে সরব হয়েছে। সেখানে ওমর একেবারেই উল্টো সুরে কেন গাইলেন, ইতিমধ্যেই তা নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে রাজনৈতিক মহল।
ওমর একেবারে চাঁচাছোলা ভাষায় এ নিয়ে বলেন, 'বাকিরা যা বলছেন, আমি তা নিয়ে সহমত নই। আমার মনে দিল্লিতে যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প রূপায়িত করা হয়েছে, তা এক দারুণ জিনিস! আমার মনে হয়, নতুন একটি সংসদ ভবন নির্মাণের ভাবনাটাই অসাধারণ ছিল। আমাদের একটি নতুন সংসদ ভবন প্রয়োজন ছিল। পুরোনো ভবনটির যথেষ্ট ব্যবহার করা হয়ে গিয়েছে।'
এখানেই শেষ নয়। সম্প্রতি শেষ হওয়া জম্মু-কাশ্মীর নির্বাচনে সামগ্রিকভাবে INDIA ভালো ফল করলেও ভোটপ্রচার থেকে শুরু করে অন্য়ান্য দায়িত্ব পালন - কংগ্রেসের পারফরম্যান্সে সরাসরি হতাশা প্রকাশ করেছেন ওমর।
তাঁর বক্তব্য, ভোটের প্রচারে কংগ্রেসের যতটা ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, তারা সেটা করেনি। প্রসঙ্গত, চলতি বছর হওয়া জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে মোট ৯০টি আসনের মধ্যমে এনসি ৪২টি আসনে জয়লাভ করতে পারলেও, কংগ্রেস মাত্র ছ'টি আসন ঝুলিতে ভরতে পেরেছিল।