বাংলা নিউজ > ঘরে বাইরে > SEBI Latest Update: কর্মীরা উস্কানি পাচ্ছেন বাইরে থেকে.. দাবি করে মাধবীর অধীনে বিষাক্ত কর্মসংস্কৃতির অভিযোগ নস্যাৎ সেবির

SEBI Latest Update: কর্মীরা উস্কানি পাচ্ছেন বাইরে থেকে.. দাবি করে মাধবীর অধীনে বিষাক্ত কর্মসংস্কৃতির অভিযোগ নস্যাৎ সেবির

সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচ। (PTI Photo) (PTI09_02_2024_000119B) (PTI)

 ‘মিডিয়ায় যাওয়া’র উস্কানি বহিরাগতদের থেকে এসেছে, দাবি করে বিষাক্ত কর্মসংস্কৃতির অভিযোগ নস্যাৎ সেবির।

 

 

চেয়ারপার্সন মাধবী পুরী বুচের অধীনে থাকা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার অন্দরে কর্মী অসন্তোষ ঘিরে সদ্য একটি মিডিয়া রিপোর্ট সামনে আসে। জানা যায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে একটি চিঠিতে প্রতিষ্ঠানের কর্মীরা অভিযোগ করেছেন যে সেবির অন্দরে বিষাক্ত কর্মসংস্কৃতি দেখা যাচ্ছে। এই অভিযোগ সরাসরি নস্যাৎ করে সেবির দাবি, বহিরাগত শক্তি এই নিয়ে কর্মীদের উস্কানি দিচ্ছে। 

সেবি তার বক্তব্যে জানিয়েছে, কর্মীদের বিভ্রান্ত করতে কিছু বহিরাগত উস্কানি দিচ্ছে। এর আগে, কর্মীদের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানের অন্দরে কড়া ভাষা ব্যবহার করা হচ্ছে, অবাস্তব টার্গেট দেওয়া হচ্ছে। এছাড়াও মাইক্রোম্যানেজমেন্টের অভিযোগ রয়েছে। এদিকে, সেবি বলছে, বেশ কয়েকজন কর্মী হাউস অ্যালাওয়েন্স নিয়ে সরব হয়েছেন। যা নিয়ে তাঁরা সেবির বাইরে কোনও জায়গা থেকে উস্কানি পাচ্ছেন। সেবির অভিযোগ, প্রতিষ্ঠানের ও সেবির নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে এই উদ্যোগ। গত অগস্ট মাসের ৬ তারিখে সেবির কর্মীরা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে একটি চিঠি পাঠান। সেখানে সংস্থায় ‘বিষাক্ত কর্মসংস্কৃতি’ নিয়ে অভিযোগ করা হয়। সেই চিঠিতে অভিযোগ ছিল, সেবির অন্দরে সিনিয়র ম্যানেজমেন্ট অপেশাদারমূলক ভাষা বলছেন, দেওয়া হচ্ছে অবাস্তব টার্গেট, প্রতি মিনিটে কর্মীদের গতিবিধির ওপর নজরদারি চালানোর মতো বিস্ফোরক অভিযোগ করেছেন কর্মীরা। এই সবটাই সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচের আওতাধীন সংস্থায় চলছে বলে অভিযোগ করা হয়েছে। চিঠিতে কর্মীরা দাবি করেছেন,'চেঁচামিচি, বকাঝকা, জনসমক্ষে অপমান, প্রতিটি মিটিং এর নিয়ম হয়ে গিয়েছে' বলে বিস্ফোরক দাবি করেন সংস্থার কর্মীরা। গত কয়েক বছর ধরে এসব সংস্থায় চলছে বলে দাবি করা হয়। এছাড়াও সেবির নেতৃত্বের তুমুল সমালোচনা করা হয়েছে। 

( Zodiacs With Great Luck: গণেশ চতুর্থী ২০২৪র আগে আজ বুধ গোচর! সিংহ সহ ৫ রাশির ভালো সময় শুরু হচ্ছে, লাকি কারা?)

SEBI স্বীকার করেছে যে কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে HRA-তে ৫৫ শতাংশ বৃদ্ধির জন্য, যা তারা ২০২৩ সালে শেষবার ভাতা সেট করার পর থেকে দাবি করে আসছিল। SEBI-এর বিবৃতিতে বলা হয়েছে, স্বচ্ছতা, ন্যায্যতা এবং জবাবদিহিতা উন্নত করার জন্য বিগত কয়েক বছরে বেশ কয়েকটি পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে। বাজার নিয়ন্ত্রক এই সংস্থা সন্দেহ করছে, জুনিয়র অফিসাররা বহিরাগতদের কাছ থেকে ‘মিডিয়া, মন্ত্রক বা বোর্ডে যাওয়ার’ জন্য উৎসাহ মূলক বার্তা পাচ্ছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.