চলতি সপ্তাহে ছিল নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের হাইভোল্টেজ বৈঠক। দ্বিতীয়বার মার্কিন গদিতে প্রেসিডেন্ট পদে ট্রাম্প বসার পর এই প্রথম সেদেশের সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মোদীর মার্কিন সফরের মাঝেই এল খবর, যে টলতি সপ্তাহের শেষে আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে আমেরিকা ফেরত পাঠাচ্ছে ভারতে। এর আগে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে সেদেশ ফেরত পাঠিয়েছিল। এরপর আরও ১০৯ জনকে ভারতে পাঠানো হবে বলে খবর।
শনিবার ও রবিবার, অমৃতসরে পৌঁছে দেওয়া হবে আমেরিকায় অবৈধ অভিবাসী হিসাবে থাকা আরও ভারতীয়কে। ফের একবার নামবে মার্কিন বিমান। জানা গিয়েছে, ২টি মার্কিন বিমানে ১০৯ ভারতীয়কে সেখানে পৌঁছে দেওয়া হবে। শনিবার, ১৫ ফেব্রুয়ারি ও রবিবার ১৬ ফেব্রুয়ারি দু'টি বিমানে নামিয়ে দেওয়া হবে এই ভারতীয়দের। এর আগে, ১০৪ জন ভারতীয়কে হাতে পায়ে শিকল বেঁধে ৪০ ঘণ্টার বিমান যাত্রার পর অমৃতসরে নামিয়ে দেওয়া হয়। এমন অমানবিকভাবে তাঁদের দেশে প্রত্যর্পণ করানোর ঘটনায় সেবার মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিরোধীদলের নেতারা। এবার মোদীর মার্কিন সফরকালেই এই প্রত্যর্পণের খবর এল। শুধু তাই নয়। চলতি সপ্তাহে যেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হাইভোল্টেজ সাক্ষাৎ ছিল, সেই সময়ই এই প্রত্যর্পণের খবর আসে। উল্লেখ্য, মোদী-ট্রাম্প সাক্ষাতে এই প্রত্যর্পণ ইস্যু খুবই বড় ইস্যু বলে মনে করা হচ্ছিল। তারই মাঝে এল এই তথ্য।
একাধিক রাজ্যের বাসিন্দারা এই ২ মার্কিন বিমানে ফিরতে চলেছেন বলে খবর। জানা গিয়েছে এঁদের মধ্যে ৬৭ জন রয়েছেন পঞ্জাবের। হরিয়ানার ৩৩ জন, গুজরাটের ৮ জন, উত্তর প্রদেশের ৩ জন, মহারাষ্ট্রের ৩ জন, গোয়ার ২ জন, রাজস্থানের ২ জন রয়েছেন। যাঁরা প্রত্যর্পণের তালিকায় থেকে ভারতে ফিরছেন, তাঁদের অনেকেই মেক্সিকোর পথ দিয়ে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছেন বলে খবর। বহু অফিসার জানাচ্ছেন, তাঁরা আমেরিকায় ঢোকার পরই তাঁদের পাসপোর্ট ছিঁড়ে ফেলা হয়। এই নিয়ে দ্বিতীয়বার ট্রাম্প প্রশাসন, আমেরিকায় অবৈধভাবে প্রবেশকারী ভারতীয়দের দেশে পাঠাচ্ছে।