চেনা ছকে ভারতের কূটনৈতিক পথ রুদ্ধ করতে লড়ে যাচ্ছে চিন। এবার মঞ্চ রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের। পাকিস্তানের জইশ-এ-মহম্মদের জঙ্গি নেতা আবদুল রউফ আজহারকে 'গ্লোবাল টেররিস্ট' বা ‘বিশ্বসন্ত্রাসবাদী’র তকমা দিতে উদযোগ নিয়েছিল ভারত ও আমেরিকা। আর চেনা ফরমুলায় তাতে বাধ সাধে চিন।
গত ২ মাসের মধ্যে চিন ফের একবার বিশ্বমঞ্চে ভারতকে রুখতে এই ধরনের পদক্ষেপ নিল। প্রসঙ্গত, যে জঙ্গিনেতাকে বিশ্বসন্ত্রাসবাদীর তকমা চিন পেতে দিল না, সেই জঙ্গি নেতা কুখ্যাত সংগঠন জইশ-এ-মহম্মদ এ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের ভাই। জানা যায়, এই জঙ্গি সংগঠনের মূল অবস্থান পাকিস্তানের অন্তর্গাত বাহাওয়ালপুরে। চিনের যুক্তি এই রউফ আজহারের মতো নেতাকে বিশ্বসন্ত্রাসবাদী তকমা দেওয়ার আগে কয়েকটি খুঁটিনাটি দিক খতিয়ে দেখে আলোচনা প্রয়োজন। তার জন্য আরও সময়ের প্রয়োজন। জানা যাচ্ছে, এই প্রথম নয়। পাকিস্তানে বসবাসকারী জঙ্গিদের আড়াল করতে চিন আগেও একই পন্থা অবলম্বন করেছে। ভিন ধর্মীর প্রেম ঘিরে সাম্প্রদায়িক সংঘাত কর্ণাটকে! মৃত ২, আহত ৪
অনেকেই বলছেন, এই ঘটনাই স্পষ্ট প্রমাণ করে চিনের দু'মুখো নীতি সন্ত্রাসবাদ ইস্যুতে। উল্লেখ্য, যদি একবার কেউ জঙ্গি হিসাবে কমা পেয়ে যায়, তাহলে যে দেশে সে বসবাস করে সেই দেশকে জঙ্গির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয়। তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকে, অস্ত্র নেওয়ার অধিকার রুদ্ধ হয়, অস্ত্র সম্পর্কীয় সমস্ত যোগ বন্ধ থাকে। ইতিমধ্যেই মার্কিন ড্রেজারি আবদুল রউফ আজহারকে বিশ্বসন্ত্রাসবাদীর তকমা দিয়ে দিয়েছে। তবে এরপর আজাহারের বিশ্বসন্ত্রাসবাদীর তকমায় বড়সড় অন্তরায় হয়ে দাঁড়ায় চিন।