বাংলা নিউজ > ঘরে বাইরে > India China Talks: চিনা প্রতিরক্ষামন্ত্রীর সফরের আগে অষ্টাদশ সেনা পর্যায়ের বৈঠকে মুখোমুখি ভারত-চিন

India China Talks: চিনা প্রতিরক্ষামন্ত্রীর সফরের আগে অষ্টাদশ সেনা পর্যায়ের বৈঠকে মুখোমুখি ভারত-চিন

ভারত ও চিন সেনা পর্যায়ের বৈঠক।

লাদাখে গত ৩ বছর ধরে সংঘর্ষে রয়েছে ভারত ও চিনের সেনা। উল্লেখ্য, এসসিও বৈঠকে যোগ দিতে শীঘ্রই ভারতে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী। তার আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।

লাদাখ পরিস্থিতি নিয়ে রবিবার সেনা পর্যায়ের অষ্টদশতম বৈঠকে বসে ভারত ও চিন। এলএসি বরাবর স্থিতাবস্থা বজায় রাখা ও শান্তি রাখার লক্ষ্যে দুই দেশের সেনা পর্যায়ের এই বৈঠক আয়োজিত হয়। উল্লেখ্য, এই এলাকায় গত ৩ বছর ধরে সংঘর্ষে রয়েছে ভারত ও চিনের সেনা। উল্লেখ্য, এসসিও বৈঠকে যোগ দিতে শীঘ্রই ভারতে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী। তার আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, ২০২২ সালের কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠকে গত ডিসেম্বর মাসে দুই দেশের সেনার মধ্যে আলোচনা হয়। উল্লেখ্য, সংঘাত সম্পর্কিত এলাকাগুলিই এই আলোচনাক মূলে উঠে আসে। প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে ভারত-চিন লাদাখ সংঘাতের ৪ বছর পূরণ হবে। এর আগে ২০১৯ সালে মে মাসে লাদাখে আগ্রাসন দেখিয়ে ঢুকতে গিয়েছিল চিনের সেনা পিপলস লিবারেশন আর্মি। সেই সময় মোক্ষম জবাব দেয় ভারত। দুই পক্ষের সংঘাতে ভারতের বহু সেনা জওয়ান শহিদ হন। উল্লেখ্য, মুহূর্তে তপ্ত হয় লাদাখের গালওয়ান উপত্যকা, প্যানগং এলাকা, গোগরা, হটস্প্রিং এলাকা। প্রসঙ্গত, সংঘাতের দুই পক্ষে থাকা ভারত ও চিনের সেনার শক্তিও কম নয়। দুই পক্ষেই কার্যত ৬০ হাজার সেনা লাদাখে মজুত রয়েছে। এছাড়াও রয়েছে বহু অত্যাধুনিক অস্ত্র। প্রসঙ্গত, লাদাখে জিনপিংয়ের সেনার আগ্রাসন দুই দেশের সম্পর্কে বেশ খানিকটা শীতলতা আনে। যার জেরে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক একটা সময় তলানিতে ঠেকেছিল। এরপর ভারতে আসতে চলেছেন চিনেপ প্রতিরক্ষা মন্ত্রী। এপ্রিল মাসের ২৭-২৮ তারিখে দিল্লিতে এসসিও বৈঠকে যোগ দিতে চিনি আসছেন। তার আগে, লাদাখে রবিবার এই সেনা পর্যায়ের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। 

( 'কষ্টের রোজগারের টাকা' ফিনান্সিয়াল ইনফ্লুয়েন্সারের কথায় লগ্নি, পঞ্জি অ্যাপ নিয়ে সতর্ক করলেন নির্মলা)

এদিকে, লাদাখে যে সেনা পর্যায়ের বৈঠক হয়েছে তা রবিবার রাত ৯ টা পর্যন্তও কোনও অফিশিয়াল তথ্যে জানানো হয়নি। অন্যদিকে, ২৭ এপ্রিল চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু ও রাশিয়ার মন্ত্রী সারজেই সইগু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বিশেষ বৈঠকে বসতে চলেছেন। সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সেই বৈঠক ঘিরে বেশ চাঞ্চল্য তৈরি হতে চলেছে। উল্লেখ্য, মে মাসে ভারত আয়োজন করতে চলেছে এসসিওর বিদেশমন্ত্রীদের বৈঠক।   

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.