Prashant Kishor: রাহুল ইস্যুতে এবার সরব পিকে! অটলবিহারীর 'ছোট মন নিয়ে বড় হওয়া যায় না' বার্তা তুলে বিজেপিকে খোঁচা
Updated: 26 Mar 2023, 12:44 PM ISTপ্রশান্ত কিশোর তাঁর হোমগ্রাউন্ড বিহার থেকে সদ্য শু... more
প্রশান্ত কিশোর তাঁর হোমগ্রাউন্ড বিহার থেকে সদ্য শুরু করেছেন এক পদযাত্রা। সেখানেই তিনি রাহুলের সাম্প্রতিক পরিস্থিতির রাজনৈতিক প্রভাব নিয়ে মন্তব্য করেন। এই ভোটকুশলীর মতে, রাহুলের সঙ্গে যা হয়েছে, তা যে ‘বাড়াবাড়ি’ সেই বার্তা দেশের কোণে কোণে পৌঁছে দিতে শতাব্দী প্রাচীন পার্টি কংগ্রেস ঠিকঠাক প্রস্তুত নয়।
পরবর্তী ফটো গ্যালারি