গত ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে পদত্যাগ করে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি অজ্ঞাতবাসে। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন পরবর্তীতে ছাত্র-জনতা আন্দোলনের রূপ নেয়, যার হাত ধরে পদত্যাগ করেন শেখ হাসিনা। তাঁর পদত্যাগের পর বাংলাদেশে গঠিত হয়েছে নয়া অন্তর্বর্তী সরকার। এদিকে, হাসিনা দেশ ছাড়তেই একের পর এক বিস্ফোরক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার এক সুপ্রিম কোর্টের আইনজীবীর নিখোঁজ হওয়ার মামলায় কাঠগড়ায় শেখ হাসিনা।
২০১৫ সালের ফেব্রুয়ারিতে নিখোঁজ হন বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী সোহেল রানা। তাঁর নিখোঁজ মামলা ঘিরে, এবার শেখ হাসিনার বিরুদ্ধে দয়ের হয়েছে অপহরণের মামলা। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য সহ অনেকের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এই নিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে নয়া অন্তর্বর্তীকালীন সরকার আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, ১৫ অগস্ট শেখ মুজিবর রহমানের মৃত্যু দিন। সেই দিন গোটা বাংলাদেশ শোক দিবস পালন করে। তবে চলতি বছরে শোক দিবসের ছুটি বাতিল করেছে নয়া সরকার। এদিকে, মুজিবর রহমান হত্যা বার্ষিকী দিবসের আগের দিনেই মুজিবকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগের খবর এল। দায়ের হয়েছে মামলা। শুধু তাই নয়, বাংলাদেশের নয়া অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এবার তাঁদের সরকার ১ জুলাই ২০২৪ থেকে ৫ অগস্ট ২০২৪ সালের মধ্যে হওয়া ছাত্র আন্দোলনে হত্যার বিচার করতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে। এই হত্যার নির্দেশ যাঁরা দিয়েছেন, তাঁদেরও কাঠগড়ায় দাঁড় করাতে চায় সরকার। এই ইস্যুতে, শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের নয়া সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যেতে পারে কিনা তা লাখ টাকার প্রশ্ন। এদিকে, সোহেল রানার নিখোঁজ মামলা নিয়ে ঢাকা মেট্রোপলিটন কোর্ট এক বার্তা দিয়েছে। ঢাকা মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী অভিযোগগুলো মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।