দেখতে দেখতে ২ বছর পার। ভারতীয় শেয়ার বাজারের ওয়ারেন বাফেট রাকেশ ঝুনঝুনওয়ালার আরও একটা মৃত্যুদিনে তাঁকে স্মরণ করছে গোটা দেশ। ভারতীয় পুঁজিবাজারের প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরিতে যাদের নাম মনে পড়ে তাদের মধ্যে প্রথম রাকেশ ঝুনঝুনওয়ালা। প্রথাগত চাকরি বা ব্যবসা না করে জীবনের শুরু থেকেই শেয়ার বাজারে বিনিয়োগকে সম্পদ তৈরির পথ হিসাবে বেছে নিয়েছিলেন তিনি। মৃত্যুদিনে রইল শেয়ার বাজার নিয়ে তাঁর দেওয়া ৫টা টিপ।
১. শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বিনিয়োগ করবেন। বিনিয়োগের আগে সেই শেয়ারের সম্ভাবনা সম্পর্কে নিজে ভালো করে বুঝে নেবেন।
২. যে শেয়ারে লোকসান হচ্ছে সেগুলোর হাল ফিরবে বলে আশা করে বসে থাকবেন না। সেই সব শেয়ার বিক্রি করে দিন।
৩. লোকসানে চলা শেয়ারের দাম কমে গিয়েছে বলে আরও কিনে ক্রয়মূল্য কমানোর চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি।
৪. যে সব শেয়ারে মুনাফা হচ্ছে সেগুলোর দাম পড়ে যেতে পারে এই আশঙ্কায় বিক্রি করে দেবেন না। সেগুলোকে ধরে রাখুন।
৫. যে সব শেয়ারে মুনাফা হচ্ছে সেগুলো আরও বেশি করে কিনুন। কারণ যে শেয়ারের দাম উর্ধ্বমুখি সেগুলো থেকেই লাভ হওয়ার সম্ভাবনা বেশি।
৬. নিজেকে বাজারের থেকে বেশি চালাক ভাববেন না।
৭. ভারতীয় অর্থনীতির ওপর আস্থা রাখুন।
২০২২ সালের ১৪ অগাস্ট প্রয়াত হন রাকেশ ঝুনঝুনওয়ালা। দীর্ঘ রোগভোগের পর ৬২ বছর বয়সে প্রয়াত হন তিনি। ১৯৮৫ সালে মাত্র ৫,০০০ টাকা নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল ৫৮০,০০,০০,০০০ (৫৮০ কোটি) টাকা। ২০২৩ সালে তাঁকে মরণোত্তর পদ্মশ্রী সম্মান প্রদান করে ভারত সরকার।