রাষ্ট্রপতিপদে বিরোধীদের তরফে প্রার্থী যশবন্ত সিনহার নাম ঘোষণার পরই এনডিএ জোট নির্বাচনে প্রার্থী হিসাবে তুলে ধরে দ্রৌপদী মুর্মুকে। প্রাক্তন রাজ্যপাল ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুর বিপক্ষে প্রাক্তন আইএএস অফিসার তথা কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার লড়াই কতটা 'কাঁটে কা টক্কর' হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ইতিমধ্যেই বহু অবিজেপি শিবিরের দলই দ্রৌপদীর প্রার্থীপদের যশবন্ত ইস্যুতে সেভাবে প্রতিশ্রুতির পথে হাঁটেনি।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিজেপির মাস্টারস্ট্রোকের পর বিরোধীরা কার্যত উপরাষ্ট্রপি নির্বাচন নিয়ে ধীরে তলো নীতিতে চলছে। দ্রৌপদী মুর্মুর মতো একজন প্রতিনিধিকে রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে বিজেপি তুলে ধরতেই, বিরোধী শিবির কার্যত ৬ অগাস্ট উপরাষ্ট্রপতি পদের নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করতে গিয়ে স্ট্র্যাটেজি আলোচনায় বসেছে। বামনেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে ইতিমধ্যেই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের আলোচনা হয়েছে। 'মোদী নন, অউরাঙ্গজেব দায়ী!', মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব নিয়ে খোঁচা ওয়াইসির
জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ইস্যুতে কোনও একটি নির্দিষ্ট নাম সামনে আসেনি বিরোধীদের তরফে। আপাতত উপরাষ্ট্রপতির পদপ্রার্থী হিসাবে ঘরোয়া আলোচনায় রয়েছে বিরোধী শিবির। প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে ফারুক আবদুল্লাহ, গোপালকৃষ্ণ গান্ধী, শরদ পাওয়াররা বিরোধীদের তরফে প্রার্থী হতে অসম্মত হতেই বিরোধী শিবিরে বড় ধাক্কা লাগে। তারপরই উঠে আসে যশবন্ত সিনহার নাম। আপাতত বিরোধী শিবির উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারের তরফে প্রস্তাবের অপেক্ষায়। তারপর সম্ভবত আসতে পারে প্রার্থীর নাম।