আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ঘরে এনেছেন একের পর এক মেডেল। দর্শকাসনে ততক্ষণে অনেকেই তাঁর শৈলী দেখার অপেক্ষায় ছিলেন.. সেই সময় এখন অতীত! পরাগ পাটিলের জীবনে কেটে গিয়েছে অনেক ক'টা বছর। ভারতের এককালের অলিম্পিয়ান পরাগ বর্তমানে ক্যাব চালক। তাঁর এই কাহিনী নেটপাড়ায় উঠে আসতেই, অনেকেই হতাশা প্রকাশ করেছেন। পরাগ যাতে নিজের স্বপ্নপূরণ এখনও করতে পারেন, তার জন্য স্পনসারদের প্রচি আহ্বান জানিয়েছেন এক অন্তপ্রনর আরিয়ান সিং কুশওয়াহা। কিন্তু প্রশ্ন হল, আরিয়ান কীভাবে চিনলেন পরাগকে? এইখানেই রয়েছে এক টুইস্ট!
আর চার পাঁচটা দিনের মতোই আরিয়ান সিং কুশওয়াহা একটি নিয়মিত ক্যাব ভাড়া করে যাচ্ছিলেন। মুম্বইয়ের আরিয়ান বুক করেছিলেন ওলা ক্যাব। সেই ক্যাবেরই চালক ছিলেন পরাগ পাটিল। ক্যাব চালক পরাগের সঙ্গে কথা বলতে বলতে গাড়ির ওই সফরে আরিয়ান জানতে পারেন এককালে পরাগ ছিলেন অলিম্পিয়ান। শুধু তাই নয়, পরাগ এশিয়ার মধ্যে ট্রিপল জাম্পে দ্বিতীয়, লং জাম্পে তৃতীয় স্থান দখল করেছিলেন বহু আগে। আরিয়ান পরাগকে নিয়ে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে আরিয়ান লেখেন, যতবারই আরিয়ান আন্তর্জাতিক মঞ্চে গিয়েছেন, ততবারই একটি করে মেডেল নিয়ে এসেছেন পরাগ। আরিয়ান লিখছেন, ‘আমার ওলা ড্রাইভার একজন অলিম্পিয়ান।’ এরপর আরিয়ান লিখছেন, 'তাঁর স্পনসর নেই, কোনও মতে পরিবারকে খাওয়ান।' আরিয়ান কুশওয়াহা পরাগের হয়ে সকলের কাছে আবেদন করেন, তৎপর হতে। তিনি স্পনসর আর শুভাকাঙ্খীদের আহ্বান করেন পরাগকে সমর্থনের জন্য।
( Shukradev Uday Astrology: কৃপা করবেন স্বয়ং শুক্র! চাকরি, ব্যবসায় তুলকালাম উন্নতি ৩ রাশির)
সোশ্যাল মিডিয়ায় আরিয়ান কুশওয়াহার খবর ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় হইচই। অনেকেই পরাগ পাটিলের লড়াইয়ের প্রশংসা করেন। অনেকেই আবার ভারতে অ্যাথলিটদের খারাপ পরিস্থিতি নিয়ে বিরক্ত প্রকাশ করেন। অনেকেই লেখেন, ‘এটি উৎসাহব্যাঞ্জক আবার মন খারাপ করার মতো।’ অনেকে আবার লেখেন, ‘যে দেশ ক্রিকেট নিয়ে এত বিলাসিভাবে উজ্জাপন করে, তারা বাকি খেলার চ্যাম্পিয়ানদের কীভাবে ভুলে যায়? ' অনেকেই ক্রাউড ফান্ডিং এর কথা পরামর্শ দেন। এক্ষেত্রে অনেকেই বলছেন, চাকরির প্লেসমেন্ট, পেনশন, কেরিয়ারে বদল সংক্রান্ত বিষয় নিয়ে কোনও অবকাঠামো না থাকায় অনেকেই এভাবে অন্যপথে হেঁটে চলেন। বহু নেটিজেন পরিস্থিতিতে বদলের ডাক দিয়েছেন।