বাংলা নিউজ > ঘরে বাইরে > মোদীর সফরের পরের দিনই মণিপুরে বোমা বিস্ফোরণ, মৃত্যু অসম রাইফেলসের এক জওয়ানের

মোদীর সফরের পরের দিনই মণিপুরে বোমা বিস্ফোরণ, মৃত্যু অসম রাইফেলসের এক জওয়ানের

মণিপুরের উরুখুলে এক সন্দেহভাজনকে আটক করেছে অসম রাইফেলস। (ANI Photo) (ANI)

পুলিশ সূত্রে খবর, আচমকাই ওই ডিভাইসটিতে বিস্ফোরণ ঘটে। ৩০ বছর বয়সী মৃত জওয়ানের নাম এল ওয়াংসু।

মঙ্গলবারই মণিপুর সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তত ১৩টি উন্নয়ন প্রকল্পের সূচণা করেছেন তিনি। আর বুধবারই বিস্ফোরণ সে রাজ্যে। স্থানীয় সূত্রে খবর, অন্যান্যদিনের মতোই রুটিন টহলদারিতে বেরিয়েছিলেন অসম রাইফেলসের জওয়ানরা। ইম্ফল-মোরে হাইওয়ের পাশেই জলাধার। তার কাছেই টহলদারি চলছিল। আচমকাই বিস্ফোরণ। মণিপুরের থৌবাল জেলায় সেই বোমা বিস্ফোরণে জখম হলেন অসম রাইফেলসের এক জওয়ান। গুরুতর জখম হয়েছেন অপর এক জওয়ান। পুলিশ সূত্রে খবর, আচমকাই ওই ডিভাইসটিতে বিস্ফোরণ ঘটে। ৩০ বছর বয়সী মৃত জওয়ানের নাম এল ওয়াংসু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ২৫ বছর বয়সী অপর জওয়ান পিঙ্কু দাস জখম হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিস্ফোরণের কথা জানাজানি হতেই সুরক্ষাবাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। ব্যপক তল্লাশি চালানো হয় এলাকায়। তবে গোটা ঘটনায় কোনও গ্রেফতারির খবর নেই। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। ইতিমধ্যেই লিলং পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

 

ঘরে বাইরে খবর

Latest News

স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.