বেআইনিভাবে অনলাইন লটারির সফটওয়্যার তৈরি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম লব গুপ্তা। তিনি কানপুরের বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি সফ্টওয়্যার কোম্পানির হয়ে বাড়ি থেকে তিনি কাজ করছিলেন বলে অভিযোগ। সেই খবর পেয়েই কানপুর পুলিশ তাকে গ্রেফতার করে।
অনলাইনে চিকিৎসার সরঞ্জাম কিনতে গিয়ে প্রতারিত ‘এক টাকার ডাক্তারের’ মেয়ে, ধৃত ২
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুমতি ছাড়াই পিংক স্কিল গেম নামে লটারি অনলাইনে চালানো হচ্ছিল। এরজন্য একটি সফ্টওয়্যার তৈরি করা হয়েছিল যার মাধ্যমে প্রতি ১৫ মিনিট পর লটারি খেলার ব্যবস্থা করা হয়েছিল। সেই খবর পেয়ে অগস্টের প্রথম সপ্তাহে মাজগাঁওয়ে একটি অবৈধ লটারি কেন্দ্রে অভিযান চালায় অপরাধ শাখার সম্পত্তি সেল। বিভিন্ন স্থানে এই লটারি সেন্টার চালানোর অভিযোগে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। জানা গিয়েছে, নীলেশ মানকর, প্রশান্ত যাদব, নন্দেশ সবুনকার এবং দিনেশ শেট্টির মালিকানাধীন ঈগল এন্টারপ্রাইজের মাধ্যমে এই লটারি পরিচালিত হচ্ছিল। তাদের গ্রেফতারের পর তদন্তে পুলিশ আরও জানতে পারে, লব গুপ্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা স্থানান্তর করা হয়েছে। এরপরেই মুম্বই পুলিশ, উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্সের সহায়তায় গুপ্তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গুপ্তা কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ে বি টেক সম্পন্ন করেছেন। তিনি একজন কোডিং বিশেষজ্ঞ। তিনি অভিযুক্তদের জন্য সফ্টওয়্যারটি তৈরি করেছিলেন এবং রক্ষণাবেক্ষণের বিনিময়ে টাকা পেতেন। ওই যুবক আর কাকে এই সফটওয়্যার সরবরাহ করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।