আরও এক কোটি মানুষকে আয়কর দিতে হবে না। এবার সাধারণ বাজেটে করছাড়ের সীমা একলপ্তে পাঁচ লাখ টাকা বাড়িয়ে দেওয়ার ফলে আয়কর দিতে হবে না আরও বেশি সংখ্যক মানুষকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেছেন, বাজেটে যে নয়া আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছে, তার ফলে আরও এক কোটি টাকা করদাতাকে আয়কর দিতে হবে না। কারণ নয়া আয়কর কাঠামোর করছাড়ের সীমা বাড়িয়ে ১২ লাখ টাকা করে দেওয়া হয়েছে (আগে সেটা ছিল সাত লাখ টাকা)। আর নয়া আয়কর কাঠামোর ফলে আগে যতটা কর দিতে হত, তার থেকে অনেকটা কম খরচ হবে আয়করদাতাদের। নয়া আয়কর কাঠামোর ফলে অনেক টাকা বাঁচবে বলেও কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে।
নতুন আয়কর কাঠামো ও আয়করের হার (বাজেটের ঘোষণা)
১) ৪ লাখ টাকা পর্যন্ত: শূন্য।
২) ৪ লাখ থেকে ৮ লাখ: ৫ শতাংশ।
৩) ৮ লাখ থেকে ১২ লাখ: ১০ শতাংশ।
৪) ১২ লাখ থেকে ১৬ লাখ: ১৫ শতাংশ।
৫) ১৬ লাখ থেকে ২০ লাখ: ২০ শতাংশ।
৬) ২০ লাখ থেকে ২৪ লাখ: ২৫ শতাংশ।
৭) ২৪ লাখ টাকার বেশি: ৩০ শতাংশ।
নয়া আয়কর কাঠামোর ফলে কার কত টাকা বাঁচবে?
(বিশেষ দ্রষ্টব্য: ২০২৪ সালে যে নয়া আয়কর কাঠামোর ঘোষণা করা হয়েছিল, সেটার নিরিখে ২০২৫ সালের বাজেটে ঘোষণা করা আয়কর কাঠামোয় কত টাকা বাঁচবে, সেটার হিসাব করা হয়েছে)
২০২৪ সালের বাজেটে ঘোষণা করা নয়া আয়কর কাঠামো
১) ৩ লাখ টাকা পর্যন্ত: শূন্য।
২) ৩ লাখ টাকা থেকে ৭ লাখ টাকা: ৫ শতাংশ।
৩) ৭ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা: ১০ শতাংশ।
৪) ১০ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা: ১৫ শতাংশ।
৫) ১২ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা: ২০ শতাংশ।
৬) ১৫ লাখ টাকার বেশি: ৩০ শতাংশ।
পুরনো আয়কর কাঠামো কি উঠে যাবে?
সেইসবের মধ্যে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হল যে পুরনো আয়কর কাঠামো এখনও আছে। তাতে কোনও হেরফের করা হয়নি। কিন্তু নয়া আয়কর কাঠামোয় যে যে ঘোষণা করা হল, তাতে পুরনো আয়কর কাঠামোয় থাকা করদাতার সংখ্যা কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। দূরদর্শনের সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, ‘পুরনো আয়কর কাঠামো আছে। কিন্তু আমরা আশা করছি যে প্রত্যেকে পুরনো থেকে নতুন আয়কর কাঠামোয় চলে আসবেন। তবে আমরা যদি পুরনো আয়কর কাঠামো তুলে দিতাম, তাহলে আমি সেটা বলে দিতাম।’
পুরনো আয়কর কাঠামো
১) ২.৫ লাখ টাকা পর্যন্ত: শূন্য।
২) ২,৫০,০০১ টাকা থেকে ৫ লাখ টাকা: ৫ শতাংশ।
৩) ৫,০০,০০১ টাকা থেকে ১০ লাখ টাকা: ২০ শতাংশ।
৪) ১০ লাখ টাকার বেশি: ৩০ শতাংশ।