ইউক্রেন সংকটের প্রভাব পড়বে বিশ্বজুড়ে। মানবসমাজের এক-পঞ্চমাংশেরও বেশি দারিদ্র্য ও ক্ষুধার শিকার হতে পারে। এমনটাই বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।
অর্থাত্ বিরোধ রাশিয়া-ইউক্রেনের। কিন্তু তার অর্থনৈতিক প্রভাব পড়ছে হাজার-হাজার মাইল দূরের দেশেও। ইউক্রেনের সীমানা ছাড়িয়ে, এই যুদ্ধ উন্নয়নশীল বিশ্বের উপরেও এক নীরব আক্রমণ শুরু করেছে। এই সঙ্কটে বিশ্বের এক-পঞ্চমাংশেরও বেশি মানুষ দারিদ্র্য এবং ক্ষুধার শিকার হতে পারে। গত কয়েক দশকে এমন হয়নি। রবিবার এক সাক্ষাত্কারে গুতেরেস এ বিষয়ে বলেছেন।
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের আবহে লাভবান দেশের কৃষকরা, বিশ্বের ক্ষুধা নিবারণে একধাপ এগোল ভারত
বিশ্বের মোট গম এবং বার্লির ৩০%-ই ইউক্রেন ও রাশিয়ায় উত্পাদিত হয়। শুধু তাই নয়। আন্তর্জাতিক ভুট্টা উত্পাদনের এক-পঞ্চমাংশ এবং সূর্যমুখী তেলের অর্ধেকেরও বেশি আসে এই দুটি দেশ থেকেই।
ফলে বিশ্বজড়ে খাদ্য সরবরাহের শৃঙ্খলে এর প্রভাব পড়তে বাধ্য। অন্যদিকে এই দুই দেশে উত্পাদিত গম পাঠানো হয় বিশ্বের ৪৫টি সবচেয়ে কম উন্নত দেশে। সেই দেশগুলোর মোট সরবরাহের এক-তৃতীয়াংশই আসে এই দুই দেশ থেকে। অন্যদিকে এই যুদ্ধের প্রভাবে গ্যাস এবং সারের দামও বৃদ্ধি পেয়েছে। এর ফলে সারা বিশ্বেই সমস্ত সামগ্রীর দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ইউক্রেনের সংঘাতে চলতি বছর ১৪৩টি অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস হ্রাস পাচ্ছে। এর ফলে সম্মিলিতভাবে বিশ্বের জিডিপির ৮৬% প্রভাবিত হবে।