‘এক দেশ, এক নির্বাচন’ বিলের যৌথ সংসদীয় কমিটিতে থাকছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। আর পশ্চিমবঙ্গ থেকে লোকসভার একমাত্র সদস্য হিসেবে সেই কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খাস লোক’ কল্যাণকে রাখা হয়েছে। সবমিলিয়ে যৌথ সংসদীয় কমিটিতে ৩১ জন সদস্য থাকছেন। তাঁদের মধ্যে ২১ জন হলেন লোকসভার সদস্য। বাকি ১০ সদস্য হলেন রাজ্যসভার প্রতিনিধি। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, সম্ভবত কমিটির শীর্ষে থাকছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পিপি চৌধুরী। সংবিধান নিয়ে তাঁর যে অভিজ্ঞতা আছে, সেটা কাজে লাগাতে চাইছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, সংশ্লিষ্ট মহলের মতে, তাঁর মাথাও ‘ঠান্ডা’। সবাইকে সামলে নিয়ে চলতেও পারেন। সেজন্য সম্ভবত তাঁকেই যৌথ সংসদীয় কমিটির মাথায় বসানো হবে বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে। যদিও এখনও সরকারিভাবে সেই ঘোষণা করা হয়নি।
যৌথ সংসদীয় কমিটিতে লোকসভার কোন কোন সদস্য আছেন?
১) পিপি চৌধুরী।
২) সিএম রমেশ।
৩) বাঁশুরি স্বরাজ।
৪) পরষোত্তমভাই রূপালা।
৫) অনুরাগ সিং ঠাকুর।
৬) বিষ্ণু দয়াল রাম।
৭) বি মাহতাব।
৮) সম্বিত পাত্র।
৯) অনিল বালুনি।
১০) বিষ্ণু দত্ত শর্মা।
১১) প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
১২) মণীশ তেওয়ারি।
১৩) সুখদেও ভগত।
১৪) ধর্মেন্দ্র যাদব।
১৫) কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
১৬) টিএম সেলভাগণপতি।
১৭) জিএম হরিশ বালাযোগী।
১৮) সুপ্রিয়া সুলে।
১৯) শ্রীকান্ত একনাথ শিন্ডে।
২০) চন্দন চৌহান।
২১) বালাশৌরি ভাল্লানেনি।
রাজ্যসভা থেকে কারা থাকছেন কমিটিতে?
আর রাজ্যসভা থেকে যৌথ সংসদীয় কমিটিতে থাকছেন ১০ জন সদস্য। তাঁদের নামের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। সংসদের উচ্চকক্ষ থেকে কোন ১০ জন সদস্যকে সেই কমিটিতে রাখা হবে, সেই তালিকা জানাতে বলা হয়েছে। অর্থাৎ কাদের কাদের যৌথ সংসদীয় কমিটিতে যুক্ত করা হবে, তাঁদের নাম জানাতে হবে।
‘এক দেশ, এক নির্বাচন’ বিল নিয়ে সংঘাত
এমনিতে মঙ্গলবার লোকসভায় 'এক দেশ, এক নির্বাচন' বিল পেশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। সেই বিলটি যদি আইনে পরিণত হয়, তাহলে দেশে একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হবে। যদিও সেই বিল নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন বিরোধী নেতারা। তাঁদের দাবি, এই বিলের মাধ্যম যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, সংবিধান মেনেই সেই বিল আনা হয়েছে।