বাংলা নিউজ > ঘরে বাইরে > Onion Export Duty:পেঁয়াজে কমল রফতানি শুল্ক, লাভবান হবে চাষীরা, দাম কমবে?

Onion Export Duty:পেঁয়াজে কমল রফতানি শুল্ক, লাভবান হবে চাষীরা, দাম কমবে?

পিঁয়াজের দাম নিয়ে চিন্তা নেই! (Pexel)

Onion Export Duty: পেঁয়াজ রপ্তানিতে শুল্ক কমানো হয়েছে।

কৃষকদের জন্য, মধ্যবিত্ত গৃহস্থের জন্য বড় সুখবর। পেঁয়াজ রপ্তানিতে রপ্তানি শুল্ক কমাল কেন্দ্রীয় সরকার। তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার পেঁয়াজের রপ্তানি শুল্ক ৪০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে, কৃষকদের জন্য পেঁয়াজ রপ্তানি আরও লাভজনক হবে। মধ্যবিত্তের রান্নাঘরে পেঁঁয়াজ ব্যবহারে অনীহা কাটবে।

বর্তমানে বাজারে পিঁয়াজের দাম কত যাচ্ছে

গত ৪ মে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় কেন্দ্রীয় সরকার। এবার পেঁয়াজের ওপর থেকে রপ্তানি শুল্ক অপসারণের পাশাপাশি কৃষকদের আয় বাড়াতে বিরাট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম ৫৫০ মার্কিন ডলার রপ্তানি মূল্যও তুলে দেওয়া হয়েছে। বর্তমানে, খুচরো পেঁয়াজের দাম তুলনামূলক বেশি থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: (Export Curb relaxed: পেঁয়াজ ও বাসমতি চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র, প্রশংসায় পঞ্চমুখ মহারাষ্ট্র সরকার)

জানা গিয়েছে, বর্তমান বাজারে পেঁয়াজের সর্বোচ্চ দাম কেজি প্রতি প্রায় ৫০ টাকা। সর্বনিম্ন দাম প্রতি কেজি প্রায় ২৬ টাকা। উল্লেখ্য, ২০২৪-২৫ সালের জুলাই পর্যন্ত ২.৬ লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করেছে ভারত। আর গত অর্থবছরে ১৬.০৭ লাখ টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছিল। কৃষকদের আয় বাড়াতে এটিকে সরকারের সঠিক পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: (Employee succumbs to 'work stress': ‘অমানুষিক কাজের চাপে মৃত্যু EY-র ২৬ বছরের তরুণীর’, শেষকৃত্যে এল না অফিসের একজনও!)

একমত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে টুইট করে লিখেছেন, 'মহারাষ্ট্রের সমস্ত পেঁয়াজ চাষীদের তরফে, আমি পেঁয়াজ রপ্তানির ন্যূনতম শুল্ক বাতিলের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই। পেঁয়াজের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা ইতিমধ্যেই সরানো হয়েছে। এটি কৃষকদের বড় স্বস্তি দেবে। পেঁয়াজের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। কৃষকদের আয়ও বাড়াবে।

আরও পড়ুন: (‘‌জুনিয়র ডাক্তাররা কাজে না ফিরলে কী করব?’‌ সিব্বলের সওয়ালের জবাব প্রধান বিচারপতির)

সূর্যমুখী ও সয়াবিন তেলের উপর বেশি করে শুল্ক চেপেছে

ক্রুড বা অপরিশোধিত পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলে বেসিক শুল্ক শূন্য থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। রিফাইন বা পরিশোধিত পাম, সয়াবিন এবং সূর্যমুখী তেলের উপর শুল্ক ১২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩২.৫ শতাংশ করা হয়েছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.