আর মাত্র ক'দিনের অপেক্ষা। তারপরই অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে একটি বিশেষ তথ্য রাজনৈতিক মহলের নজর কেড়েছে। তা হল - আসন্ন এই নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়, কিংবা আরও স্পষ্ট করে বললেন মুসলিম প্রার্থীদের উপস্থিতি অত্যন্ত নগণ্য।
মহারাষ্ট্রের রাজ্য নির্বাচন বিভাগের তরফ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সব মিলিয়ে এবারের নির্বাচনে মুসলিম প্রার্থী রয়েছেন মাত্র ১০ শতাংশ!
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে রাজ্য নির্বাচন কমিশনের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে নিজেদের ভাগ্য পরীক্ষা করাতে ভোটের ময়দানে নামতে চলেছেন মোট ৪,১৩৬ প্রার্থী।
এই প্রার্থীরা রাজ্যের মোট ২৮৮টি আসনে নির্বাচনী লড়াইয়ে সামিল হবেন। এর মধ্যে মুসলিম প্রার্থীর সংখ্যা মাত্র ৪২০। অর্থাৎ, মোট প্রার্থীর মধ্যে সাকুল্যে ১০ শতাংশের সামান্য বেশি।
লক্ষ্যণীয় বিষয় আরও রয়েছে। তা হল - এই ৪২০ জন প্রার্থীর অধিকাংশই (অর্ধেকেরও বেশি) আবার লড়ছেন নির্দল প্রার্থী হিসাবে। অর্থাৎ, কোনও রাজনৈতিক দলই তাঁদের টিকিট দেয়নি।
বস্তুত, প্রথম সারির রাজনৈতিক দলগুলিতে মুসলিম প্রার্থীদের নগণ্য উপস্থিতি বা অনুপস্থিতি রীতিমতো চোখে পড়ছে।
এই প্রেক্ষাপটে মুসলিম প্রার্থী দেওয়ার বিষয়ে বাকি (প্রথম সারির) রাজনৈতিক দলগুলির থেকে এগিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস। মহারাষ্ট্রের এবারের বিধানসভা নির্বাচনে তাদের টিকিটে ভোটে লড়ছেন মোট ৯ জন মুসলিম প্রার্থী।
অন্যদিকে, সর্বভারতীয় স্তরে কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি মহারাষ্ট্রের ভোটে একজনও মুসলিম প্রার্থী দাঁড় করায়নি! যদিও রাজ্যে তাদের জোটসঙ্গী অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ৫ জন মুসলিমকে প্রার্থী করেছে।
সারা রাজ্যে সবথেকে বেশি মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম। তাদের টিকিটে ভোটে লড়তে চলেছেন মোট ১৬ জন মুসলমান। যা মহারাষ্ট্রের এবারের নির্বাচনে সর্বাধিক।
এছাড়াও, আসন্ন বিধানসভা নির্বাচনে যে ৪২০ জন মুসলিম প্রার্থী রয়েছেন, তাঁদের মধ্যে ২১৮ জনই লড়ছেন নির্দল প্রার্থী হিসাবে।
এই বিষয়টি নিয়ে টাইমস অফ ইন্ডিয়ার তরফেও একটি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হয়েছে। তাদের দাবি, মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫০টিরও বেশি কেন্দ্রে একজনও মুসলিম ব্যক্তি প্রার্থী হননি।
আবার, প্রায় ৫০টি এমন বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে মুসলিম প্রার্থী রয়েছেন মাত্র ১ জন করে। যদিও এরই মধ্যে পাঁচটি এমন বিধানসভা কেন্দ্রও রয়েছে, যার প্রত্যেকটিতে ৭ জন করে মুসলিম প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন।
আর এসবের মধ্যেই একেবারে অন্য এবং স্বতন্ত্র ছবি ধরা পড়েছে মালেগাঁও সেন্ট্রাল বিধানসভা কেন্দ্রে। সেখানে যে ১৩ জন প্রার্থী হয়েছেন, তাঁরা সকলেই মুসলিম।
আরও একটি ব্যতিক্রমী আসন হল - ঔরঙ্গাবাদ পূর্ব। যেখানে মোট ২৯ জন প্রার্থীর মধ্যে ১৭ জনই মুসলমান। তাঁদের মধ্যে ৩ জন মহিলা প্রার্থীও রয়েছেন।
এই পর্যবেক্ষণে আরও একটি বিষয় উঠে এসেছে। তা হল - সমগ্র মহারাষ্ট্রের নির্বাচনে প্রার্থী হিসাবে মুসলিম মহিলাদের প্রতিনিধিত্ব মারাত্মক কম।
মোট ২৮৮টি আসনের মধ্যে সব মিলিয়ে ২২ জন মুসলিম মহিলা ভোটের প্রার্থী হয়েছেন। অর্থাৎ - অঙ্কের হিসাবে তাঁদের প্রনিধিত্ব মাত্র .৫ শতাংশের মতো।
আরও আছে। রাজ্যের মোট ২৮৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৭০টি আসনে কোনও মুসলিম মহিলা প্রার্থী নেই। তা সে কোনও রাজনৈতিক প্রতিনিধি হিসাবে হোক, কিংবা নির্দল প্রার্থী হিসাবে।