বাংলা নিউজ > ঘরে বাইরে > শেষ ২১ বছরে এই থানায় মাত্র ২ টি এফআইআর দায়ের হয়েছে! তাজ্জবকাণ্ড কোথায়?

শেষ ২১ বছরে এই থানায় মাত্র ২ টি এফআইআর দায়ের হয়েছে! তাজ্জবকাণ্ড কোথায়?

এমন থানায় ২১ বছরে ২ বার মাত্র এফআইআর দায়ের হয়েছে।

এই ঘটনা উত্তরপ্রদেশের। সেখানের এটাহের অন্তর্গত একটি থানায় শেষ ২১ বছরে মাত্র ২ টি অফআইআর দায়ের হওয়ার খবর মিলেছে। এই থানার হেফাজতে কোনও বন্দিই আজ পর্যন্ত থাকেনি। অন্যান্য থানার মতোই এখানেও একজন থানাদার রয়েছেন। কনস্টেবল ও হেড কনস্টেবল মিলিয়ে মোট ২৩ জন পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছেন।

কোনও অপরাধ ঘটলেই যাতে সত্ত্বর পুলিশের সাহায্য ও প্রশাসনের সহযোগিতা পাওয়া যায়, তার জন্যই পুলিশ স্টেশনে এফআইআর দায়েরের উদ্যোগ নেন সকলে। দেশ জুড়ে রোজই বহু সংখ্যক এফআইআর দায়ের হয়। তবে জানেন কি দেশেরই একটি থানায় গত ২১ বছরে মাত্র ২ টি এফআইআর দায়ের হয়েছে?

এই ঘটনা উত্তরপ্রদেশের। সেখানের এটাহের অন্তর্গত একটি থানায় শেষ ২১ বছরে মাত্র ২ টি অফআইআর দায়ের হওয়ার খবর মিলেছে। এই থানার হেফাজতে কোনও বন্দিই আজ পর্যন্ত থাকেনি। অন্যান্য থানার মতোই এখানেও একজন থানাদার রয়েছেন। কনস্টেবল ও হেড কনস্টেবল মিলিয়ে মোট ২৩ জন পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছেন। এমনটা হতে পারে কীকরে তা নিয়ে ভাবছেন তো! তবে জেনে রাখুন, এটাহের জিআরপি থানায় এমনটাই হয়েছে। ২১ বছর আগে ২০০১ সালে এই থানার উদ্বোধন হয়। এর উদ্বোধন সেই সময় করেছিলেন আইপিএস অখিল কুমার। প্রথমে এটি রিপোর্টিং পুলিশ স্টেশন ছিল। পরে তাকে থানা করা হয়েছে। এরপর থানা তৈরি হলেও, তার কোন অফিস ছিল না। রেলের কোয়ার্টারে চলত থানা, বলে খবর। তারপর তৈরি হয় ভবন। কাজে যোগ দেন কয়েকজন পুলিশ কর্মী। পুরোপুরি থানা হিসাবে এই পুলিশ স্টেশন গড়ে ওঠার পর থেকে মাত্র ২ টি এফআইআর রেজিস্টার হয়েছে।

থানায় নিয়োজিত পুলিশ সদস্যদের মধ্যে দুই কনস্টেবল টুন্ডলা থেকে এটাহগামী ট্রেনে পাহারা দেন। এই থানায় প্রথমবার ২০১৬ সালের ২২ এপ্রিল একটি এফআইআর দায়ের হয়েছে। সেটি ছিল খুনের মামলা। শহরের নামী ব্যবসায়ী সঞ্জীব কুমার জৈনকে খুনকরে তাঁকে রেল লাইনে ফেলে চলে যায় দুষ্কৃতীরা। সেই মামলার অভিযোগ দায়ের হয়েছে এই পুলিশ স্টেশনে। সঞ্জীবের পরিবারের সকলে বলছেন, এই ঘটনার অভিযোগ তো দায়ের হয়ে গিয়েছে, তবে এর আসল সত্যতা জানা যায়নি। এরপর ২০১৯ সাল। সেই বছর একটি এফআইআর দায়ের হয়। সেই সময় রেলের গেটম্যানের সঙ্গে একজনের মারপিটের ঘটনার অভিযোগে এফআইআর দায়ের হয়। অভিযোগ রেলের গেটম্যান লাগু করেন।

এতে কুসওয়ার বাসিন্দা সুখবীর, অনিল, বীরেশ, শীলেন্দ্র, রামজিৎ, কানহাই, মুন্নালালের নাম উঠেছিল। এমন এক স্টেশনে সারা দিনে দুটি ট্রেন আসে। সকাল ৭ টায় একটি ট্রেন আসে, আর তা সকাল ৭.৩০ মিনিটে আগ্রার দিকে যায়। এরপর রাত ৮ টায় আসে আরেকটি ট্রেন। আর তা চলে যায় রাত ৮.৩০ মিনিটে। এইভাবেই রোজের দিন কাটে এই এলাকায়। আর ২১ বছরের মধ্যে ২ টি এফআইআর ঘিরে এই থানার নাম উঠে আসে খবরের শিরোনাম।

বন্ধ করুন