চ্যাটজিপিটি তৈরি করা ওপেনএআই সংস্থার প্রধান স্যাম অল্টম্যানের বিরুদ্ধে যৌন হেনস্থা করার অভিযোগ করলেন তাঁর বোন অ্যনি অল্টম্যান। বছর ৩০-এর অ্যন এই নিয়ে ফেডারেল কোর্টে মামলাও করেছেন। তাঁর অভিযোগ, ছোটবেলায় (১৯৯৭ থেকে ২০০৬) তাঁকে যৌন নিগ্রহ করতেন স্যাম অল্টম্যান। যখন অ্যানির বয়স মাত্র ৩ বছর ছিল, তখ থেকেই নাকি এই হেনস্থা শুরু করেছিল স্যাম। পরে স্যাম যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তারপরও ছোট বোনের ওপর যৌন নিগ্রহ জারি রেখেছিল সে। এর আগে সোশ্যাল মিডিয়াতেও এই একই অভিযোগ করে স্যাম অল্টম্যানের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছিলেন অ্যানি। (আরও পড়ুন: 'ওদিক থেকে এদিকে সমস্যা না হয়... ক্ষতি না করতে পারে', নৌবাহিনীর সঙ্গে বৈঠক মমতার)
আরও পড়ুন: কানাডাকে ৫১তম মার্কিন প্রদেশ করতে চান ট্রাম্প, 'অপমান হজম' করা ট্রুডো বললেন…
এদিকে অ্যানির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন স্যাম। তিনি পালটা বলেন, তাঁর বোনের এই সব অভিযোগ মিথ্যা এবং তাতে তিনি খুবই মর্মাহত। স্যাম অল্টম্যান, তাঁর ভাই এবং মা এই নিয়ে একটি বিবৃতি জারি করেছেন। তাতে বলা হয়েছে, বেশ কিছু বছর ধরে অ্যানির মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে আমরা উদ্বিগ্ন। অ্যানিকে বিভিন্ন উপায়ে সাহায্য করার চেষ্টা করেছি আমরা। কয়েক বছর ধরে তাঁকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। আর্থিক সাহায্য দেওয়ার পরও সে আরও টাকা দাবি করে যাচ্ছে। আমরা তাঁর গোপনীয়তা এবং নিজেদের সম্মানের ভয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাইনি। তবে এখন স্যামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে অ্যানি এবং আমাদের মনে হচ্ছে যে, আমাদের এটি মোকাবিলা করার ছাড়া আর কোনও উপায় নেই। বছরের পর বছর ধরে স্যাম অল্টম্যানের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অ্যানি অভিযোগ করেছেন, বাবার ৪ লাখ ১ হাজার ডলার পেনশন তহবিল নাকি আটকে রাখা হয়েছে, তাঁর ওয়াইফাই হ্যাক করা হয়েছে এবং চ্যাটজিপিটি, টুইটারসহ আরও অনেক ওয়েবসাইট থেকে তাঁকে ‘নিষিদ্ধ’ করা হয়েছে। তবে এই সব মিথ্যা অভিযোগের মধ্যে যৌন নির্যাতন সংক্রান্ত এই দাবিটি সবচেয়ে খারাপ।' (আরও পড়ুন: ভোটে জিতেও শান্তি নেই, পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় বিপাকে ট্রাম্প!)
আরও পড়ুন: মেক্সিকো উপসাগরের নাম বদলে আমেরিকার নামে রাখা হবে: ট্রাম্প
আরও পড়ুন: পাসপোর্ট বাতিল বাংলাদেশের, আর ভারত নাকি বাড়িয়েছে হাসিনার ভিসার মেয়াদ: রিপোর্ট
আরও পড়ুন: ১৪ বছর আগে কাঁটাতারে ঝুলে মৃত্যু বাংলাদেশি নাবালিকার, মা বললেন - 'ভারতকে যেন…'
২০২১ সালে স্যাম অল্টম্যানের বোন অ্যানি অল্টম্যান অভিযোগ করেছিলেন তাঁকে যৌন হেনস্থা করেছে তাঁর দুই দাদা - স্যাম এবং জ্যাক। ২০২১ সালের ১৩ নভেম্বর অ্যানি দীর্ঘ টুইটে অভিযোগ করেছিলেন, তাঁর দুই দাদা মানসিক এবং শারীরিক ভাবে তাঁর ওপর অত্যাচার চালিয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় লেখেন, 'আমি বিশ্বাস করি আরও অনেকেই আমার দাদাদের যৌন হেনস্থার শিকার। আমি আহ্বান করছি, তাঁরা যেন সাহস নিয়ে এগিয়ে আসেন।' ২০২৩ সালের মার্চ মাসে অ্যানি আরও একটি বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, 'আমি আর সেই চার বছর বয়সি সেই মেয়ে নই যার ১৩ বছর বয়সি 'ভাই' বিনা অনুমতিতেই আমার বিছানায় উঠে আসত। আমি অবশেষে এটা মেনে নিয়েছি যে তুমি আমাকে ভয় পাও। আমি তোমাকে যতটা ভয় পাই, তার থেকে বেশি তুমি আমাকে ভয় পাও।'