মার্কিন প্রেসিডেন্ট হতেই ডেটা সেন্টার এবং পরিকাঠামো খাতে ১০০ বিলিয়ন ডলারের একটি প্রকল্পের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই প্রকল্পে বিনিয়োগ হওয়ার কথা প্রইভেট খাতে। এবং ট্রাম্পের কথায়, এই প্রকল্পের বিনিয়োগের পরিমাণ ৫ গুণ বাড়তে পারে। এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে স্যাম অল্টম্যানের ওপেনএআই, ওব়্যাকল, সফটব্যাঙ্কের মতো সংস্থা। তবে ট্রামপের ঘোষণার পরপরই এই প্রকল্প নিয়ে নিজের সন্দেহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। আর যা নিয়ে এবার দ্বন্দ্ব তৈরি হয়েছে মাস্ক এবং অল্টম্যানের মধ্যে। (আরও পড়ুন: হোঁচট খেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্দেশিকায় আদালতের স্থগিতাদেশ)
এই ১০০ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে ট্রাম্পের বক্তব্য ছিল, 'আমার প্রশাসনের অধীনে আমেরিকার ভবিষ্যতের ওপর ভরসার একটি শক্তিশালী স্টেটমেন্ট এই প্রকল্প। প্রাথমিক ভাবে প্রাইভেট খাতে এতে ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ হতে পারে। পরে এই বিনিয়োগের পরিমাণ ৫ গুণ বাড়তে পারে।' ট্রাম্প এই বিনিয়োগকে ‘স্টারগেট’ হিসেবে চিহ্নিত করেন। যদিও এরপরই ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্ক এই প্রকল্প নিয়ে সন্দেহ প্রকাশ করেন। উল্লেখ্য, বিগত দিনগুলিত ট্রাম্পের নির্বাচনী প্রচারে জলের মতো টাকা ঢেলেছিলেন মাস্ক। ট্রাম্পের হয়ে প্রচার করে গিয়েছেন তিনি। আর এখন ট্রাম্পের প্রশাসনে 'ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র প্রধান হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন মাস্ক।
এহেন পরিস্থিতিতে এবার স্যাম অল্টম্যান ইলন মাস্ককে তোপ দাগলেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মাস্ককে নিশানা করেন তিনি। অল্টম্যানের বার্তা, 'হয়ত আর একটা টুইট, তারপর নিজেকে ভালোবাসবে।' এর আগে মাস্ক এই প্রকল্প নিয়ে একটি পোস্ট করে লিখেছিলেন, 'এআই প্রকল্পের জন্যে তাদের কাছে আসলে টাকা নেই। সফটব্যাঙ্কের কাছে ১০ বিলিয়ন ডলারেরও কম আছে। আমি এটা নিশ্চিত ভাবে বলতে পারি।' তবে মাস্কের এই দাবিকে খারিজ করেন অল্টম্যান। তাঁর কথায়, 'ও ভুল বলছে, আপনারা হয়ত সবাই ইতিমধ্যেই তা জানেন।' এই আবহে টেক্সাসে সেই ডেটা সেন্টারের নির্মাণস্থলে মাস্ককে আহ্বান জানান অল্টম্যান। এই আবহে ওপেনএআই প্রধান দাবি করেন, এই প্রকল্পটি দেশের জন্যে ভালো। আর মাস্ককে আমেরিকাকে অগ্রাধিকার দেওয়ার জন্যে বার্তা দেন অল্টম্যান।
উল্লেখ্য, ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানের সঙ্গে মাস্কের বিরোধের কথা অনেকেরই জানা। চ্যাটজিপিটির বিরুদ্ধে মাস্কের প্রতিষ্ঠানের একাধিক আইনি লড়াইয়ে দুই শীর্ষ কর্তা বারবার বিরোধে জড়িয়েছেন। এদিকে ট্রাম্পের শপথের দিনে মাস্কের পাশাপাশি হোয়াইট হাউজে উপস্থিত ছিলেন স্যাম অল্ট্যানও। এই আবহে অল্টম্যানের সঙ্গে দ্বন্দ্বের আবহে মাস্ক ট্রাম্পের ঘোষিত প্রকল্পের বিরোধিতায় নেমেছেন।