বাংলা নিউজ > ঘরে বাইরে > PM Narendra Modi: ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী

PM Narendra Modi: ‘বিরোধীরা আমায় অপমান করেন কিন্তু…’ ক্ষমতার ১০০ দিনের কথা মনে করালেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (PTI) (HT_PRINT)

এই প্রকল্পের মূল্য ৮৫০০ কোটি টাকা। এর মাধ্য়মে গুজরাটের শহরগুলির মধ্য়ে যোগাযোগ বাড়বে। রেল, রাস্তা ও মেট্রোর পরিকাঠামোগত উন্নয়ন করা হবে।

আমেদাবাদে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম বন্দে মেট্রোর উদ্বোধন করেন তিনি। বর্তমানে এটা নমো ভারত Rapid রেল বলে পরিচিত। 

এই প্রকল্পের মূল্য ৮৫০০ কোটি টাকা। এর মাধ্য়মে গুজরাটের শহরগুলির মধ্য়ে যোগাযোগ বাড়বে। রেল, রাস্তা ও মেট্রোর পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। 

আমেদাবাদের একটা সভায় মোদী বলেন, ৮৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। তার মধ্যে রেল রোড, মেট্রো রয়েছে। গুজরাটের টুপিতে আর একটা পালক যুক্ত হচ্ছে। নমো ভারত Rapid রেলের সূচনা হচ্ছে। এতে শহরাঞ্চলে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে। 

মোদী বলেন, ক্ষমতার ১০০দিনের মধ্যে ওরা ( বিরোধীরা) আমায় অপমান করেন, আমাকে নিয়ে মজা করতেন। কিন্তু আমি ঠিক করেছিলাম কোনও অপমানের জবাব দেব না, তবে ১০০ দিনের টার্গেট পূরণ করার চেষ্টা চালিয়ে গিয়েছি। 

সেই সঙ্গেই বিরোধীদের একহাত নেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যারা ঘৃণায় পূর্ণ তারা ভারতকে অপমান করেন। গত সপ্তাহে আমেরিকায় রাহুল গান্ধী শিখদের কথা উল্লেখ করেছিলেন। সম্ভবত সেই প্রসঙ্গেই নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন মোদী।

গুজরাটের আমেদাবাদে বক্তব্য রাখছিলেন মোদী। সেখানে তিনি ৮০০০ কোটি টাকা টাকার পরিকাঠামো উন্নয়নের কথা বলেন। এদিকে আক্রমণ করতে গিয়ে তিনি সরাসরি রাহুল গান্ধীর নাম উল্লেখ করেননি। তবে কিছু মানুষ দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন বলে তিনি দাবি করেন। তিনি বলেন, যারা ঘৃণায় পরিপূর্ণ তাঁরা ভারতকে অপমান করার সুযোগ ছাড়তে চান না, তারা দেশকে টুকরে টুকরে করতে চান।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের বাংলাদেশের দুর্গাপুজোর অনুষ্ঠানে ‘মুসলমানি গান,’ চমকে উঠলেন সনাতনীরা, গ্রেফতার ২ ২০ উইকেট নিতে হবে জিততে গেলে! পিচ বিতর্ক ঢাকতে বোলারদের ওপর দায় চাপালেন মাসুদ… মণ্ডপে ঢুকে ভাঙা হল দুর্গা প্রতিমার হাত, হাদরাবাদের ঘটনায় অশান্তি বৈদ্যবাটির দুর্গাপুজো মণ্ডপে শিকলবন্দি উট! পাত্তা দিচ্ছেন না রচনা, অভিযোগ তথাগতর প্রশিক্ষণের সময় ফেটে গেল আগ্নেয়াস্ত্রের শেল, বেঘোরে প্রাণ গেল দুই অগ্নিবীরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.