আমেদাবাদে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম বন্দে মেট্রোর উদ্বোধন করেন তিনি। বর্তমানে এটা নমো ভারত Rapid রেল বলে পরিচিত।
এই প্রকল্পের মূল্য ৮৫০০ কোটি টাকা। এর মাধ্য়মে গুজরাটের শহরগুলির মধ্য়ে যোগাযোগ বাড়বে। রেল, রাস্তা ও মেট্রোর পরিকাঠামোগত উন্নয়ন করা হবে।
আমেদাবাদের একটা সভায় মোদী বলেন, ৮৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। তার মধ্যে রেল রোড, মেট্রো রয়েছে। গুজরাটের টুপিতে আর একটা পালক যুক্ত হচ্ছে। নমো ভারত Rapid রেলের সূচনা হচ্ছে। এতে শহরাঞ্চলে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে।
মোদী বলেন, ক্ষমতার ১০০দিনের মধ্যে ওরা ( বিরোধীরা) আমায় অপমান করেন, আমাকে নিয়ে মজা করতেন। কিন্তু আমি ঠিক করেছিলাম কোনও অপমানের জবাব দেব না, তবে ১০০ দিনের টার্গেট পূরণ করার চেষ্টা চালিয়ে গিয়েছি।
সেই সঙ্গেই বিরোধীদের একহাত নেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যারা ঘৃণায় পূর্ণ তারা ভারতকে অপমান করেন। গত সপ্তাহে আমেরিকায় রাহুল গান্ধী শিখদের কথা উল্লেখ করেছিলেন। সম্ভবত সেই প্রসঙ্গেই নাম না করে রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন মোদী।
গুজরাটের আমেদাবাদে বক্তব্য রাখছিলেন মোদী। সেখানে তিনি ৮০০০ কোটি টাকা টাকার পরিকাঠামো উন্নয়নের কথা বলেন। এদিকে আক্রমণ করতে গিয়ে তিনি সরাসরি রাহুল গান্ধীর নাম উল্লেখ করেননি। তবে কিছু মানুষ দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন বলে তিনি দাবি করেন। তিনি বলেন, যারা ঘৃণায় পরিপূর্ণ তাঁরা ভারতকে অপমান করার সুযোগ ছাড়তে চান না, তারা দেশকে টুকরে টুকরে করতে চান।