বাংলা নিউজ > ঘরে বাইরে > Opposition on Tawang Clash: ‘ভারত-চিন ভালো বন্ধু’, মন্তব্য CPI সাংসদের! ‘দেশের অখণ্ডতার জন্য দাঁড়িয়ে’ খড়গে

Opposition on Tawang Clash: ‘ভারত-চিন ভালো বন্ধু’, মন্তব্য CPI সাংসদের! ‘দেশের অখণ্ডতার জন্য দাঁড়িয়ে’ খড়গে

ভারতীয় সেনা। প্রতীকী ছবি (PTI)

এদিন বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস। এদিকে প্রধানমন্ত্রীকে এদিন খোঁচা দেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিনও ওয়াইসিও। এদিকে সিপিআই সাংসদ বিনয় বিশ্বম মন্তব্য করেন, ‘ভারত-চিন ঐতিহাসিক ভাবে ভালো বন্ধু।’ তাঁর মতে, সামরিক উপায়ে সমাধানের পথ মিলবে না।

তাওয়াঙে ভারত-চিন সংঘাত নিয়ে এদিন সংসদে বিবৃতি পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে বিরোধীরা নিজেদের বক্তব্য পেশ না করতে পারায় উভয় কক্ষ থেকেই ওয়াকআউট করে বিরোধীরা। এই আবহে শাসকদল বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস। এদিকে প্রধানমন্ত্রীকে এদিন খোঁচা দেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিনও ওয়াইসিও। এদিকে সিপিআই সাংসদ বিনয় বিশ্বম মন্তব্য করেন, ‘ভারত-চিন ঐতিহাসিক ভাবে ভালো বন্ধু।’ তাঁর মতে, সামরিক উপায়ে সমাধানের পথ মিলবে না।

হায়দরাবাদের সাংসদ তথা আসাদউদ্দিন ওয়াইসি এদিন বলেন, ‘প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন। ৯ ডিসেম্বর সংঘর্ষ হয়েছিল এবং আপনি আজ বিবৃতি দিচ্ছেন। মিডিয়া এই ঘটনা প্রকাশ না করলে আপনি এই নিয়ে কথাও বলতেন না। সবাইকে সংঘর্ষের স্থানে নিয়ে যান। প্রধানমন্ত্রী চিনের নাম নিতে ভয় পাচ্ছেন, তাঁর সরকার চিনের কথা বলতে ভয় পায়।’ এদিকে তাওয়াং প্রসঙ্গ সিপিআই সাংসদ বিনয় বিশ্বম বলেন, ‘সিপিআই-এর ধারাবাহিক অবস্থান হল, সীমান্ত বিরোধের সমাধান হওয়া উচিত। সামরিক পথে সমাধান আসবে না। ভারত-চিন ঐতিহাসিক ভাবে ভালো বন্ধু। তারা দেখা করতে পারে, সংলাপ শুরু করতে পারে এবং আলোচনার মাধ্যমে এটি সমাধান করা যেতে পারে। কিন্তু ভারতের প্রতি ইঞ্চি মাটি আমাদের ভারতীয়দের জন্য মূল্যবান।’

রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে বলেন, ‘রাজ্যসভার নেতা এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বলেছিলেন যে আমাদের বিষয়টি নিয়ে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে কিন্তু তারা তা দেয়নি। তারা আমাদের কথা শুনতে প্রস্তুত ছিল না। এটা দেশের জন্য ভালো নয়। তারা আমাদের ব্যাখ্যা না দেওয়ায় বিরোধী দলের সব নেতা ওয়াকআউট করার সিদ্ধান্ত নেন। আমরা আমাদের দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য এক সাথে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের সৈন্যদের সাথে আছি।’ 

প্রসঙ্গত আজ সংসদে রাজনাথ সিং তাওয়াং সংঘাত নিয়ে বলেন, ‘আমি এই হাউসকে জানাতে চাই যে আমাদের কোনও সৈন্য এই সংঘর্ষে মারা যায়নি এবং কেউ গুরুতর জখম হয়নি। ভারতীয় সামরিক কমান্ডারদের সময়মত হস্তক্ষেপের কারণে পিএলএ সৈন্যরা তাদের জায়গায় ফিরে যায়। ঘটনার পরে এলাকার স্থানীয় কমান্ডার ১১ ডিসেম্বর চিনা প্রতিপক্ষের সঙ্গে একটি পতাকা বৈঠক করেন এবং ঘটনাটি নিয়ে আলোচনা করেন। চিনা পক্ষকে এই ধরনের পদক্ষেপ করতে বারণ করা হয়েছে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে বলা হয়েছে। বিষয়টি চিনের সঙ্গে কূটনৈতিক পর্যায়েও তোলা হয়েছে। আমি হাউসকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বাহিনী আমাদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর বিরুদ্ধে যে কোনও প্রচেষ্টা প্রতিরোধ করতে সর্বদা প্রস্তুত। আমি নিশ্চিত এই হাউস আমাদের বাহিনীর বীরত্ব ও সাহসিকতার জন্য এক কণ্ঠের পক্ষে থাকবে।’

 

 

বন্ধ করুন