হিন্ডেনবার্গের ধাক্কা কাটিয়ে শেয়ার বাজারে অনেকটা চাঙ্গা হয়েছে আদানি গ্রুপ। তবে সংসদে আদানি গ্রুপ নিয়ে কণ্ঠস্বর নীচু করল না বিরোধীরা। বরং আদানি গ্রুপের বিরুদ্ধে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, তা নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের জন্য সংসদ ভবনের ভিতরে বিক্ষোভ দেখাল ১৭ টি রাজনৈতিক দল। সংসদ অনেক প্রতিবাদের সাক্ষী থাকলেও এই প্রথমবার ভবনের মধ্যে বিক্ষোভ দেখালেন সাংসদরা।
সংসদ ভবনের প্রথম তলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শাখার বাইরে জড়ো হন তৃণমূল কংগ্রেস, ডিএমকে, কংগ্রেস, শিবসেনা, বাম-সহ বিরোধী দলের নেতারা। প্ল্যাকার্ড নিয়ে যৌথ সংসদীয় কমিটির গঠন করে তদন্তের দাবিতে স্লোগান তুলতে থাকেন তাঁরা। বড় ব্যানারও টাঙানো হয়। এক সাংসদ জানিয়েছেন, এসবিআই শাখার সামনে যে বিক্ষোভ শুরু হয়েছে, সেটা প্রতীকী হিসেবেই করা হয়েছে। আদানি গ্রুপের সঙ্গে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের যে আর্থিক যোগ, সেটা যে ‘উদ্বেগের বিষয়’, সেই বার্তা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্ট প্রকাশ করে আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল। সেই রিপোর্টের জেরে শেয়ার বাজারে আদানি গ্রুপ জোরদার ধাক্কা খেয়েছিল। এখন অনেকটা ঘুরে দাঁড়িয়েছে গৌতম আদানির মালিকাধীন আদানি গ্রুপ। যে গ্রুপের সঙ্গে ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসি), এসবিআইয়ের মতো সংস্থার আর্থিক লেনদেন ছিল। সেই পরিস্থিতিতে আদানি গ্রুপের বিরুদ্ধে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল, তা নিয়ে প্রথম থেকেই যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানিয়ে আসছেন বিরোধী নেতারা। এবারের বাজেট সেশনের অনেকটাই সেই বিষয়টি নিয়ে উত্তাল হয়েছে সংসদ।
বুধবারও সেই ঘটনার ব্যতিক্রম হয়নি। শাসক দলের সংসদ এবং বিরোধী দলের সাংসদদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি তাঁর চেম্বারে দেখা করতে বলেন। তিনি জানান, রাজ্যসভার অন্যান্য বিষয় ছেড়ে আদানি গ্রুপ নিয়ে আলোচনার জন্য ২৬৭ ধারার আওতায় ১১ টি নোটিশ পেয়েছেন। তবে সেগুলি গৃহীত হয়নি। তারইমধ্যে রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গেকে কথা বলতে না দেওয়ায় প্রতিবাদে নামেন কংগ্রেসের নেতারা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)