এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন যে সেলেবরা নজর কেড়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রখ্যাত সঞ্চালিকা অপরা উইনফ্রে।
নানা মহলে তারপর দাবি করা হয়েছিল, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের হয়ে শুধুমাত্র একটি 'টাউন হল' কর্মসূচি করার জন্য নাকি ১০ লক্ষ মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন অপরা। যার সর্বৈব মিথ্যা ও ভুয়ো বলে জানিয়ে দিলেন অপরা স্বয়ং।
বস্তুত, এই বিষয়ে অপরাকে সরাসরি প্রশ্ন করা হয়। যার উত্তরে তিনি বলেন, এই সংক্রান্ত যেসব দাবি করা হচ্ছে, বা রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তার কোনওটাই 'সত্যি নয়'। এবং অপরা জোর দিয়ে বলেন, তাঁকে এর জন্য 'কখনও কোনও টাকা দেওয়া হয়নি'।
সংশ্লিষ্ট একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, অপরাকে এ নিয়ে প্রশ্ন করা হতেই তিনি সমস্ত মিডিয়া রিপোর্ট খারিজ করে দেন। এমনকী, নির্বাচন নিয়ে কোনও মন্তব্য করতেও রাজি হননি তিনি।
প্রসঙ্গত, অপরা উইনফ্রে যে এবারই প্রথম মার্কিন ডেমক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীর জন্য প্রচারে নামলেন, এমনটা নয়। এর আগে প্রাক্তন দুই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেনের জন্যও প্রচার করেছিলেন তিনি।
অপরা যে ড্রেমোক্র্যাটিক পার্টিকে সমর্থন করেন, তা নিয়ে কোনও লুকোছাপাও নেই। তাই স্বাভাবিকভাবেই নানা মহল তাঁর বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রচারের দাবি করায়, তা নিয়ে তুমুল জল্পনা ও আলোচনা শুরু হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন যখন ডেমক্র্যাট প্রার্থী হয়েছিলেন, তখন তাঁর সমর্থনেও জমাটি প্রচার সেরেছিলেন অপরা উইনফ্রে।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে, একেবারে শেষ মুহূর্তের প্রচারে মাঠে নেমেছিলেন অপরা। নির্বাচনের আগের রাতে ফিলাডেলফিয়ায় একটি নির্বাচনী জনসভা করেছিলেন কমলা হ্যারিস। সেই প্রচার কর্মসূচির মঞ্চে যোগ দিয়েছিলেন অপরা।
সেই মঞ্চ থেকে তাঁকে কমলার সমর্থনে বলতে শোনা গিয়েছিল, 'আমরা আদর্শ এবং একতার স্বার্থে ভোট দিই, আমরা হিংসাকে ছাপিয়ে আরোগ্যের কামনায় ভোট দিই।'
পরবর্তীতে 'ওয়াশিংটন এগজামিনার'-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, কমলা হ্যারিসের হয়ে প্রচার চালানোর জন্য যে বিপুল অর্থ খরচ করা হয়েছে, তার একটা অংশ অপরা উইনফ্রের পকেটেও ঢুকেছে। এবার সেই দাবিই নাকচ করলেন অপরা।
এছাড়াও, 'ওয়াশিংটন এগজামিনার'-এর পক্ষ থেকে আরও দাবি করা হয়, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাট প্রার্থীর জন্য প্রচার করতে 'কল হার ড্যাডি' পডকাস্টকেও মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে ওয়াশিংটন এগজামিনার তাদের প্রতিবেদনে লিখেছে, 'কল হার ড্যাডি পডকাস্টে সঞ্চালিকা অ্যালেক্স কুপারের মুখোমুখি হয়েছিলেন কমলা হ্যারিস। এর জন্য ছয় অঙ্কের মূল্য চোকাতে হয়েছিল হ্যারিসের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা আয়োজকদের।'
ওই রিপোর্টেই আরও দাবি করা হয়েছে, 'অক্টোবর মাসে যে সাক্ষাৎকারটি প্রকাশ্যে এসেছিল, সেটি ওয়াশিংটনের কোনও একটি হোটেলে শ্যুট করা হয়েছিল।'