বাংলা নিউজ > ঘরে বাইরে > Optical Illusion: আপনার স্বভাব কেমন? ছবিতে যেটা দেখবেন তার থেকেই মিলবে উত্তর

Optical Illusion: আপনার স্বভাব কেমন? ছবিতে যেটা দেখবেন তার থেকেই মিলবে উত্তর

ছবিতে যেটা চোখে পড়বে, তার থেকেই নাকি জানা যাবে আপনার স্বভাব! ছবি: টুইটার (Twitter)

ছবি দেখে আপনার যেটা মনে হচ্ছে, তার থেকেই বলে দেওয়া সম্ভব আপনার স্বভাব, ব্যক্তিত্ব কেমন।

অনেকের মতে অপটিক্যাল ইলিউজনের ছবি থেকেই কারও ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা করা যেতে পারে। ছবিতে আপনি প্রথমেই কী দেখছেন, তার থেকেই আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে।

উদাহরণস্বরূপ নিচের ছবিটি দেখুন। এই ছবিতে আপনার প্রথমেই কোন বিষয়টি নজরে আসছে? এক টানা অনেকক্ষণ নয়, এক ঝলক দেখেই আপনার প্রথমেই কী মনে হচ্ছে?

এই ছবি দেখে আপনার যেটা মনে হচ্ছে, তার থেকেই বলে দেওয়া সম্ভব আপনার স্বভাব, ব্যক্তিত্ব কেমন। আরও পড়ুন: Viral Optical Illusion: এটা কোনও সাধারণ ছবি নয়! ছবিতে আছে একটি বিষধর সাপ, দেখতে পাচ্ছেন কি

কীভাবে?

বলা হচ্ছে, এই ছবি দেখে দুটি ধারণা হতে পারে।

এই সেই ছবি। এটা দেখে আপনার প্রথমেই কী মনে হল? ছবি: টুইটার
এই সেই ছবি। এটা দেখে আপনার প্রথমেই কী মনে হল? ছবি: টুইটার (Twitter)

যদি ছবিটি দেখে আপনার প্রথমেই এক লম্বা চুলসহ মহিলা চোখে পড়ে, সেক্ষেত্রে আপনার স্বভাব কিছুটা চুপচাপ, ইনট্রোভার্ট প্রকৃতির।

এমনটা দেখেছেন মানে, হতে পারে আপনি একটু লাজুক প্রকৃতির। বেশি লোকজনের সংস্পর্শ, ভিড়ভাট্টা আপনার ঠিক পছন্দ নয়। বন্ধুত্বও খুব বেছে বেছে করেন। অনেক বেশি বন্ধু আপনার পছন্দ নয়।

খুব পছন্দ না হলে, আপনি সেই ব্যক্তিদের সঙ্গে কোনও সম্পর্কে যান না। বাইরে থেকে মেশেন। কিন্তু যাঁদের সঙ্গে সত্যিকারের ভাব হয়, তাঁদের সঙ্গে আপনার সম্পর্ক অন্য স্তরের হয়।

আপনি বেশি কথা বলেন না। বেছে বেছে কয়েকজনের সঙ্গে কথা বলেন। বাকি সময়ে আপনি নিজের সান্নিধ্যই পছন্দ করেন।

অন্যদিকে, ছবি দেখে যদি আপনা একটি বড় চোয়ালসহ মুখ চোখে পড়ে, সেক্ষেত্রে আপনি এক্সট্রোভার্ট প্রকৃতির।

আপনি সহজেই সকলের সঙ্গে মিশে যেতে পারেন। লোকজনের সঙ্গে ঘোরা, মজা করাই বেশি পছন্দ করেন। প্রচুর বন্ধুবান্ধব আপনার।

সারাদিন কাজের শেষে আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই বেশি ভাল লাগে। বেশিক্ষণ একা-একা, কথা না বলে থাকতে পারেন না।

উপরের দুই ছবির মধ্যে আপনার প্রথমে কোনটা চোখে পড়েছিল? আপনার স্বভাবও কি সেই মতো মিলে গিয়েছে? জানান আমাদের কমেন্ট সেকশনে।

বন্ধ করুন