বাংলা নিউজ > ঘরে বাইরে > নাতাশা-দেবাঙ্গানাদের জামিনের নির্দেশ অবাক করে দেওয়ার মতো : সুপ্রিম কোর্ট

নাতাশা-দেবাঙ্গানাদের জামিনের নির্দেশ অবাক করে দেওয়ার মতো : সুপ্রিম কোর্ট

নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কালিতা (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

দিল্লি হিংসায় অভিযুক্ত নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কালিতা এবং আসিফ ইকবাল তানহাকে গত মঙ্গলবার জামিন দেয় দিল্লি হাইকোর্ট।

দিল্লি হিংসায় অভিযুক্ত নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কালিতা এবং আসিফ ইকবাল তানহাকে গত মঙ্গলবার জামিন দেয় দিল্লি হাইকোর্ট। সেই রায় ঘোষণার ৩৬ ঘণ্টারও বেশি সময় পরে শেষ পর্যন্ত জেল থেকে ছাড়া পান এই তিন অভিযুক্ত। তবে দিল্লি হাইকোর্টের দেওয়া সেই জামিনের রায়ে 'অবাক' হয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিমকোর্টের তরফে শুক্রবার জানিয়ে দেওয়া হয়, দিল্লির উচ্চ আদালতের সেই রায়কে ভবিষ্যতে কোনও মামলার ক্ষেত্রেই উদাহরণ স্বরূপ দেখা হবে না। এদিকে এই রায় নিয়ে অবাক হলেও আপাতত এই তিন অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার কথাই বলে শীর্ষ আদালতে হেমন্ত গুপ্তা এবং ভি রামাসুব্রহ্মণ্যমের ডিভিশন বেঞ্চ।

নতাশা নারওয়াল এবং দেবাঙ্গনা কালিতা পিঞ্জরা তোড় নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁরা মূলত নারীর অধিকার রক্ষা নিয়ে কাজ করে। এদিকে আসিফ ইকবাল তনহা জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়া। এর আগে ২০২০ সালের মে মাসে এই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক দাঙ্গায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউএপিএ ধারায় জেলে আটকে রাখে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, তিন অভিযুক্তকে জামিন দেওয়ার রায় শোনানোর আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল আর অনুপ জয়রাম ভামবানি বলেন, 'মনে হচ্ছে যেন ভিন্ন মত প্রকাশকে চাপা দেওয়ার চেষ্টায় আর বিষয়টা হাতের বাইরে বেরিয়ে যেতে পারে, এই চিন্তায় রাজ্য সংবিধান অনুযায়ী 'প্রতিবাদের অধিকার' আর 'জঙ্গির কর্মকাণ্ড'-র মধ্যের লাইনটা মুছে ফেলেছে। এ-রকম ভাবে অস্পষ্ট হতে থাকলে গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে ৷ এই ভাবে ইউএপিএ আইনের অপব্যবহার করা হচ্ছে।' ধৃতদের প্রত্যেককে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয়। বদলে তিনজনকেই তাঁদের পাসপোর্ট জমা রাখতে বলা হয়।

বন্ধ করুন