হস্টেলের খাবারে রেজার ব্লেড পড়ায় পড়ুয়াদের বিক্ষোভে উত্তপ্ত হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়।ঘটনাটি ঘটে নিউ গোদাবরী হস্টেলে রাতের খাবার পরিবেশনের সময়। যার প্রতিবাদে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অবরোধ করেন। এমনকি খাবারের পাত্রের সামনে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তাঁরা। পাশাপাশি তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম কুমারের কাছে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন। (আরও পড়ুন: হরিয়ানায় পুরভোটে পচা শামুকে পা কাটল বিজেপির, মেয়র নির্বাচনে হার পদ্ম প্রার্থীর)
জানা গিয়েছে, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ গোদাবরী হস্টেলে খাবার পরিবেশনের সময় তরকারি থেকে একটি রেজার ব্লেড পাওয়া যাওয়া বলে অভিযোগ। আর এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাদের অভিযোগ এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হস্টেলের খাবার থেকে কাচের টুকরো, কীট-পতঙ্গ-সহ একাধিক জিনিস পাওয়া গিয়েছে। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি চেলিমেলা দ্রুহান অভিযোগ করেছেন, দু'দিন আগেই হস্টেলের বাঁধাকপির তরকারি থেকে পোকা পাওয়া গিয়েছিল। আরেক একজন ছাত্র হস্টেলের খাবারে কাচের টুকরো খুঁজে পেয়েছিল বলে অভিযোগ। ওই পড়ুয়া আরও বলেন, 'আমরা যখনই খবর নিয়ে অভিযোগ করি, তখনই মেস কর্মীরা আমাদের আশ্বস্ত করে যে এমন ঘটনা আর ঘটবে না। কিন্তু এমন ঘটনা বারবার ঘটতে থাকে।' তিনি আরও অভিযোগ করেন, 'মেস কর্মীরা সময় মতো কাজ করছেন না। যার ফলে পড়ুয়ারা নিজেরাই কাজ করতে বাধ্য হচ্ছে।হস্টেল মেসে নিম্নমানের খাবারের জন্য আমাদের প্রতি মাসে আড়াই থেকে তিন হাজার টাকা বিল করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার এই সমস্যা সমাধানের জন্য আবেদন করার পরেও কোনও কাজ হয়নি।
আরও পড়ুন: আদানি নয়, শতাংশের নিরিখে চলতি বছরে এই ভারতীয় শিল্পপতির ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি
অন্যদিকে, পড়ুয়ারা হস্টেলের জলের সমস্যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে, যা তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে বলে অভিযোগ। পড়ুয়ারা বলেছে, 'হস্টেলগুলিতে নিয়মিত জল সরবরাহ নেই। জলের ট্যাঙ্কার ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমরা জল কোথা থেকে আসছে জানি না। পড়ুয়ারা প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে। ট্যাঙ্কারের উপর নির্ভর না করে, আমরা প্রশাসনের কাছে একটি বোরওয়েলের জন্য অনুরোধ করছি।' উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতেও তেলেঙ্গানার নরসি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের কয়েকজন পড়ুয়া ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ করেছিলেন।কিন্তু কর্তৃপক্ষ দাবি করে, ক্যাম্পাসের বাইরের খাবার খাওয়ার পর পড়ুয়ারা খাবারে বিষক্রিয়া হয়েছিল।ফলে ২৭ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।