বাংলা নিউজ > ঘরে বাইরে > চমকে দেওয়া তথ্য! প্রায় ৮.৫ লাখ ভারতীয় গত ৭ বছরে নাগরিকত্ব ছেড়েছেন, জানাল সরকার

চমকে দেওয়া তথ্য! প্রায় ৮.৫ লাখ ভারতীয় গত ৭ বছরে নাগরিকত্ব ছেড়েছেন, জানাল সরকার

নাগরিকত্ব নিয়ে চাঞ্চল্যকর দাবি সরকারে।( প্রতীকী ছবি)

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ হাজার ৬৪৫জন বিদেশি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

গত ৭ বছরে প্রায় ৮.৫ লাখ ভারতীয় তাঁদের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিসংখ্যানে এই তথ্যই উঠে আসছে। দাবি সরকারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংসদে এই তথ্য় পেশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই  সংসদে জানিয়েছেন, চলতি বছরে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত ১,১১,২৮৭জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সূত্রের খবর, চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত গত সাত বছরে ৮, ৮১,২৫৪জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।  

পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ হাজার ৬৪৫জন বিদেশি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এর মধ্য়ে পাকিস্তানের ৭,৭৮২জন, আফগানিস্তানের ৭৯৫জন রয়েছেন। অন্যদিকে তিনি জানিয়েছেন বর্তমানে ১০০ লক্ষের বেশি ভারতীয় বিদেশে বসবাস করছেন। এদিকে এনআরসি নিয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি। তার মধ্যেই এই পরিসংখ্যান হাজির করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এদিকে অভিজ্ঞ মহলের মতে, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ২০২২ সালে জানুয়ারি পর্যন্ত সিএএর আওতায় আইন তৈরির জন্য ৬ মাসের এক্সটেনশন চেয়েছে। 

 

বন্ধ করুন