লোকসভা ভোটে সদ্য তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি (শরদ) এর বজরং সোনওয়ানের কাছে ৬ হাজার ভোটে হেরে গিয়েছিলেন বিজেপির পঙ্কজা মুন্ডে। পঙ্কজার হারের পর তাঁর দলের ৪ কর্মী আত্মহত্যার রাস্তা বেছে নেন।দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় শোকে ভেঙে পড়েন নেত্রী পঙ্কজা। কর্মীদের মৃত্যুর শোক সভায় যোগ দিয়ে পঙ্কজা মৃতদের সন্তান ও পরিবারের দায়িত্ব গ্রহণের ঘোষণা করেন।
বিজেপির পঙ্কজা মুন্ডের ৪ দলীয় কর্মীর আত্মহত্যার ঘটনায় রবিবার ছিল শোকসভা। সেখানে যোগ দিয়ে কার্যত ডুকরে কাঁদতে দেখা গেল বিজেপির এই নেত্রীকে। আগাগোড়া রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মহারাষ্ট্রের তাবড় রাজনীতিবিদ গোপীনাথ মুন্ডের মেয়ে পঙ্কজা এই শোকসভায় এসে কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাত করেন। তাঁদের সঙ্গে দেখা করে পঙ্কজা বলেন, ‘হাল ছাড়লে চলবে না।’ মৃতদের পরিবারের সঙ্গে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পঙ্কজাকে। ডুকরে কঁদতে থাকা পঙ্কজা পরে বলেন,'আমার কর্মীরা আমার কাছে গুরুত্বপূর্ণ। দয়া করে এমন পদক্ষেপ নেবেন না, আপনার সন্তান ও পরিবারকে ছেড়ে যাবেন না।' সদ্য পাপতরাও বৈভাসের বাড়িতে গিয়েছিলেন পঙ্কজা। উল্লেখ্য, পঙ্কজার হারে যে ৪ বিজেপি কর্মীর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ, তাঁদের মধ্যে পাপতরাও অন্যতম। পঙ্কজা তাঁর পোস্টে লেখেন, ‘ পপতরাও ছিলেন একজন সক্রিয় কর্মী যিনি প্রতিটি কাজে নিজেকে নিয়োজিত করতেন। আসলে, একজন যোদ্ধা। কিন্তু, তার পরিবার ছেড়ে এমন চরম সিদ্ধান্ত নেওয়া আমাকে দুর্বল করে দেবে।’ পঙ্কজার বার্তা,'আমি তাদের দুঃখের বোঝা ভাগ করে নেব।' সাফ বার্তায় পঙ্কজা লেখেন, ‘তাঁদের নিষ্পাপ শিশুদের এবং পরিবারের সমস্ত দায়িত্ব গ্রহণ’করতে চলেছেন তিনি। একইসঙ্গে তিনি যোগ করেছেন,'কিন্তু এই দায়িত্ব আমার জন্য বেদনাদায়ক'।
মহারাষ্ট্রের বিড় লোকসভা আসনে সদ্য হেরেছেন পঙ্কজা মুন্ডে। এরপরই তাঁর দলের ৪ কর্মীর মৃত্যু এলাকায় চাঞ্চল্য ফেলে দিয়েছে। ঘটনায় শোকাহত পঙ্কজা নিজেও। অভিযোগ, ওই চার কর্মী আত্মহত্যা করেছেন। তাঁর দলীয় কর্মী গণেশ বাড়ের মৃত্যুর পরও তাঁর পরিবারের সঙ্গে সদ্য তিনি দেখা করেন। পঙ্কজা এক্সপোস্টে বলছেন, ‘পরাজয়ে হতাশ হওয়ার মতো দুর্বল আমরা অবশ্যই নই, কিন্তু এই যন্ত্রণা আমার জন্য অসহনীয়। আপনার জীবন ছেড়ে দেবেন না। আপনি যদি সাহসের সাথে লড়াই করেন এমন নেতা চান, আমিও এমন একজন কর্মী চাই যে সাহসের সাথে লড়াই করবেন। আমি আমার মানুষদের হারাতে চাই না। পরাজয়ে আমি হতাশ হই না কিন্তু এই ধরনের ঘটনা আমাকে নাড়া দেয়। আজ আমার খুব মন খারাপ। ’