রাজ্যের ৪.৪ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে পাইপলাইন। তাতেই সরবরাহ করা হবে রান্নার গ্যাস। ফলে সিলিন্ডারের ঝক্কি আর থাকবে না। এবারের বাজেটে এমনই পরিকল্পনার কথা জানানো হয়েছে।
1/5মাত্র কয়েক বছরের অপেক্ষা। তারই মধ্যেই রাজ্যের ৪.৪ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে পাইপলাইন। তাতেই সরবরাহ করা হবে রান্নার গ্যাস। ফলে সিলিন্ডারের ঝক্কি আর থাকবে না। এবারের বাজেটে এমনই পরিকল্পনার কথা জানানো হয়েছে। প্রতীকী ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
2/5বাজেটে উল্লেখ করা হয়েছে, জগদীশপুর-হলদিয়া-বোকারো-ধামরা পাইপলাইন প্রকল্পের মাদ্যমে দক্ষিণবঙ্গের ১০টি জেলাকে কভার করা হবে। অন্যদিকে বারাউনি-গুয়াহাটি পাইপলাইন প্রকল্পে উত্তরবঙ্গের ৫টি জেলায় পাইপলাইন পৌঁছে যাবে। এতে প্রায় ৪,১৮৫ কোটি টাকা বিনিয়োগের করা হবে। ফাইল ছবি: পিটিআই (Bloomberg)
3/5 সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (CGD) প্রকল্পের মাধ্যমে গার্হস্থ্য, বাণিজ্যিক এবং শিল্প ক্ষেত্রে ব্যবহারের জন্য CNG/PNG সরবরাহ করা হবে। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
4/5GAIL-এর গ্যাস পাইপলাইন ব্যবহার করেই রাজ্যের সব প্রান্তে পৌঁছে যাবে গ্যাস। এই প্রকল্প কার্যকর হলে, প্রতি বছর বিক্রয় কর হিসাবে কোষাগারে ২০৮ কোটি টাকা ঢুকবে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স (Bloomberg)
5/5 প্রস্তাব অনুযায়ী সিএনজি স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৩০টি। অন্যদিকে পিএনজি সংযোগের সংখ্যা ৩২ লাখ। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Bloomberg)