বাংলা নিউজ > ঘরে বাইরে > WB Gas Pipeline: বাংলার চার কোটি মানুষের কাছে পৌঁছবে গ্যাসের পাইপ!

WB Gas Pipeline: বাংলার চার কোটি মানুষের কাছে পৌঁছবে গ্যাসের পাইপ!

রাজ্যের ৪.৪ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে পাইপলাইন। তাতেই সরবরাহ করা হবে রান্নার গ্যাস। ফলে সিলিন্ডারের ঝক্কি আর থাকবে না। এবারের বাজেটে এমনই পরিকল্পনার কথা জানানো হয়েছে।