বাংলা নিউজ > ঘরে বাইরে > Owaisi on 'shivling' Row: 'তাজমহলের সব ঝরনা বন্ধ করে দেওয়া হোক'! 'শিবলিঙ্গ' ইস্যুতে জ্ঞানবাপী বিতর্কে কটাক্ষ ওয়াইসির

Owaisi on 'shivling' Row: 'তাজমহলের সব ঝরনা বন্ধ করে দেওয়া হোক'! 'শিবলিঙ্গ' ইস্যুতে জ্ঞানবাপী বিতর্কে কটাক্ষ ওয়াইসির

হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (ANI)

জ্ঞানবাপী মসজিদের চত্বরে ঝরনাকে কেন্দ্র করে যে বিতর্ক দানা বেঁধেছে শিবলিঙ্গের অবস্থানের দাবি প্রসঙ্গে, তা নিয়ে মুখ খুলে আসাদউদ্দিন ওয়াইসি বলেন,'এটি ছিল একটি ঝরনা মাত্র। এভাবে চলতে থাকলে তাজমহলের সমস্ত ঝরনা বন্ধ করে দেওয়া উচিত।'

এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বুধবার মুখ খুললেন জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে। উল্লেখ্য, বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরে শিবলিঙ্গ উদ্ধার ঘিরে দাবি ওঠে এক আইনি মামলায়। সেই চত্বরে একটি ঝরনাকে কেন্দ্র করে একাধিক মতামত উঠে আসে। তার প্রেক্ষিতেই মিম প্রধান ওয়াইসি কটাক্ষের সুরে বলেন,'তাজমহলের সমস্ত ঝরনা বন্ধ করে দেওয়া হোক!'

বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে আসাদউদ্দিন ওয়াইসি এদিন বলেন, 'গেরুয়া শিবির ফের একবার দেশকে পিছিয়ে নিয়ে যেতে চাইছে ১৯৯০ সালের দিকে, যে সময় দাঙ্গা হয়েছিল।' এদিন সংবাদসংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় আসাদউদ্দিন ওয়াইসি বলেন, সুপ্রিমকোর্ট নিজের নির্দেশে সেখানে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার, প্রার্থনা করার অনুমতি দিয়েছে। ফলে সেখানে প্রার্থনার আগে বিশুদ্ধিকরণ করার অনুমতি রয়েছে বলে উল্লেখ করেন ওয়াইসি। এছাড়াও জ্ঞানবাপী মসজিদের চত্বরে ঝরনাকে কেন্দ্র করে যে বিতর্ক দানা বেঁধেছে শিবলিঙ্গের অবস্থানের দাবি প্রসঙ্গে, তা নিয়ে মুখ খুলে আসাদউদ্দিন ওয়াইসি বলেন,'এটি ছিল একটি ঝরনা মাত্র। এভাবে চলতে থাকলে তাজমহলের সমস্ত ঝরনা বন্ধ করে দেওয়া উচিত।'  দেশের অবস্থা 'অনেকটাই শ্রীলঙ্কার মতো', কোন ইস্যুতে কোন্দ্রকে তোপ রাহুলের?

এর আগে এই বিতর্ক নিয়ে মুখ খোলেন আসাদউদ্দিন ওয়াইসি। সেই সময় তিনি বলেন, যেভাবে বারাণসীর এক আদালতের নির্দেশে মসজিদের চত্বরের ভিতরে পুকুরে শিবলিঙ্গ রয়েছে এমন দাবিতে জায়গাটি 'সিল' করা হয়েছে, তা আইনবিরুদ্ধ। ওয়াইসির দাবি এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির স্পেশ্যাল প্রভিন্স অ্যাক্ট লঙ্ঘন করা হয়েছে। উল্লেখ্য, বারাণসী আদালতের তরফে নির্দেশে ওই মসজিদের পুকুর সংলগ্ন এলাকাকে সিল করা হয়েছে। এছাড়াও মসজিদ ঘিরে চলেছে সমীক্ষা। এই কাজে নিয়োগ করা হয় কমিশনারকে। আর সেই ঘটনা নিয়েই এদিন কার্যত ক্ষোভ উগড়ে দিয়ে সরব হন আসাদউদ্দিন ওয়াইসি।

বন্ধ করুন
Live Score