‘আরএসএস এত খারাপ আমি মানি না।’ নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এক বাক্যই এখন হাতিয়ার আসাদউদ্দিন ওয়াইসির। আরএসএস-এর ‘প্রশংসা’ করায় এবার তৃণমূল সুপ্রিমোকে তোপ দাগলেন হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এই আবহে তিনি তৃণমূলের মুসলিম নেতাদের চ্যালেঞ্জ করেন যাতে এই আরএসএস বন্দনার জন্য মমতার প্রশংসা করা হয়।
টুইট বার্তায় আসাদউদ্দিন ওয়াইসি লেখেন, ‘২০০৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস-কে দেশভক্ত বলেছিলেন। এর বদলে আরএসএস তাঁকে দেবী দুর্গা বলেছিল। আরএসএস হিন্দুরাষ্ট্র চায়। এর ইতিহাস মুসলিম বিদ্বেষের। এর আগেও মমতা গুজরাট দাঙ্গার পর বিজেপি সরকারের হয়ে সুর চড়িয়েছিলেন সংসদে। আশা করি তৃণমূলের মুসলিম নেতারা এই সততা এবং ধারাবাহিকতার জন্য মমতার প্রশংসা করবেন।’
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আরএসএস এত খারাপ আমি মানি না। ওখানে এখনো কিছু ভালো লোক আছে। তাঁরা বিজেপিকে পছন্দ করেন না। ওরাও একদিন প্রতিবাদ করবে।’ এদিকে মোদীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি রাজ্যের প্রাপ্য চাইতে গিয়েছিলাম, সেটাকে নাকি সেটিং বলে। ভিক্ষা চাইতে যাইনি, নিজেদের প্রাপ্য চাইতে গিয়েছিলাম। আমি কারও সঙ্গে সেটিং করতে যাই না। সবাই আমার সঙ্গে সেটিং করতে আসে।’