ফৌজদারি আইন নিয়ে একই অবস্থানে রয়েছেন পি চিদাম্বরম। এর আগে, তিনি এই আইন প্রণয়ন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রবল তোপ দাগেন। তাঁর সেই আক্রমণে একটি মন্তব্য ছিল ‘পার্ট টাইম’ সদস্য। তিনি এক্স পোস্টে কেন্দ্রের তৈরি করা কমিটি নিয়ে লিখেছিলেন, '…সময়ে সময়ে এর গঠন পরিবর্তন করা হলেও শেষ পর্যন্ত কমিটির একজন আহ্বায়ক ও পাঁচজন সদস্য ছিলেন। একজন সদস্য ব্যতীত সকলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দায়িত্ব পালন করছিলেন এবং কমিটির পার্ট টাইম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।' কমিটির সদস্যকে ‘পার্টটাইম সদস্য’ বলে মন্তব্য চিদাম্বরমের থেকে উঠে আসতেই পাল্টা তোপ দাগেন জগদীপ ধনখড়। রাজ্যসভার চেয়ারম্যান পদে থাকা ধনখড়ের কড়া বার্তার পরও চিদাম্বরম এই ইস্যুতে তাঁর অবস্থানে অনড়।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম তাঁর পোস্টে লেখেন ,'২০২০ মে মাসে স্বরাষ্ট্রমন্ত্রক একটি কমিটি গঠন করে ফৌজদারি আইন সংস্কারের জন্যএতে একজন চেয়ারম্যান, আহ্বায়ক এবং সদস্য ছিলেন। এর গঠন সময়ে সময়ে পরিবর্তন করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত, কমিটির একজন আহ্বায়ক এবং পাঁচজন সদস্য ছিলেন। একজন সদস্য ব্যতীত সকলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দায়িত্ব পালন করছিলেন আর কমিটির পার্ট টাইম সদস্য ছিলেন। এই কমিটিই নতুন তিনটি ফৌজদারি আইনের খসরা পেশ করে। আর সংসদে তা পাশও হয়।' তিনি পোস্টে সাফ লেখেন,'এই ধরনের গুরুত্বপূর্ণ বিলগুলির খসড়া, আইন কমিশনের কাছে ন্যস্ত করা উচিত ছিল এবং এমন একটি কমিটির কাছে নয় যার সদস্যরা পার্ট টাইম(কিছু সময়ের জন্য) কাজ করেছেন এবং অন্যান্য দায়িত্ব রয়েছে তাঁদের।' এক ইংরেজি দৈনিকে পি চিদাম্বরম বলেন, ফৌজদারি আইন কখনওই এমন কমিটি দিয়ে খতিয়ে দেখানো উচিত নয়, যার সদস্যরা পার্ট টাইম সদস্য।
এদিকে, এই পার্ট টাইম সদস্য মন্তব্যে চিদাম্বরমের প্রথম মন্তব্যের পরই হুঙ্কার দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তিনি বলেন, এমন মন্তব্য অবমাননাকর। তবে ধনখড়ের কড়া বার্তার পরও চিদাম্বরম নিজের বক্তব্য থেকে সরেননি। চিদাম্বরমের কথার প্রেক্ষিতে জগদীপ ধনখড় বলেছিলেন, তাঁর কথা ' সংসদের জ্ঞানের অমার্জনীয় অপমান'। ধনখড় বলেন,'এ ধরনের বর্ণনার নিন্দা করার মতো জোরালো শব্দ আমার কাছে নেই। সংসদের একজন সদস্যকে পার্ট টাইম সদস্য হিসাবে চিহ্নিত করা হয়, শেষ পর্যন্ত এটি একটি সংসদ যা আইন প্রণয়নের শেষ উৎস।' ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়ান্স অ্যান্ড টেকনোলজির এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ধনখড়। তখনই তিনি এই মন্তব্য করেন। এক ইংরেজি দৈনিকে প্রকাশিত চিদাম্বরমের ওই মন্তব্যের কথা উল্লেখ করে নাম না করে ধনখড় বলেন,' আজ সকালে যখন আমি একটি কাগজ পড়ছিলাম, একজন দীর্ঘদিনের সংসদ সদস্য, যিনি একজন সচেতন মানুষ, প্রাক্তন অর্থমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সদস্য, তিনি আমাকে স্তব্ধ করে দিয়েছিলেন… কারণ আমি অত্যন্ত গর্বিত যে এই সংসদ একটি দুর্দান্ত কাজ করেছে বেশ কিছু ক্ষেত্রে।এটি আমাদের তিনটি আইন দিয়ে ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে মুক্ত করেছিল যে আমাদের যুগান্তকারী ‘দণ্ড বিধান’ থেকে 'ন্যায় বিধান' এ এনে দিয়েছে। '