৩৬টি রাফায়েল জেট। তার মধ্যে শেষ রাফায়েলটাও ভারতে চলে এল এবার। সামরিক শক্তির নিরিখে অনেকটাই এগিয়ে গেল ভারত। এমনটাই মত সমর বিশেষজ্ঞদের। এবার এনিয়ে টুইট করে বিষয়টি জানিয়ে দিয়েছে ভারতীয় বায়ু সেনা। বায়ু সেনার সেই টুইটে লেখা হয়েছে, Pack is complete।৩৬টি রাফায়েলের মধ্যে শেষটাও ভারতে চলে এসেছে।
সূত্রের খবর, পাঁচটি রাফায়েল জেটের মধ্যে প্রথম ব্যাচটা ২০২০ সালের জুলাই মাসে আম্বালা এয়ার ফোর্স স্টেশনে এসেছিল। সেই সময় সরকারি বিবৃতিতে জানানো হয়েছিল এটি গোল্ডেন অ্যারোর অংশ। পরের মাসে এগুলিকে ভারতীয় বায়ুসেনার সঙ্গে সংযুক্ত করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, রাফায়েলের ডিলটা ভারতের জাতীয় সুরক্ষার ক্ষেত্রে একটা গেম চেঞ্জার।ভারতের সার্বভৌমত্বকে যারা চ্যালেঞ্জ করত বিশেষত তাদের কাছে এবার একটা বড় বার্তা।
প্রায় ৯ বিলিয়ন ডলারের ডিল ছিল এটি।
সূত্রের খবর, প্রতিটি জেটের দাম প্রায় ৬৭০ কোটি। এগুলিতে রাডার সতর্কতা, প্রায় ১০ ঘণ্টা ধরে ফ্লাইটের যাবতীয় তথ্যকে রেকর্ড করা, ইনফ্রা রেড সার্চ আর ট্র্যাকিং সিস্টেম, মিসাইল আসছে কি না তা আগাম জেনে যাওয়ার মতো উন্নত প্রযুক্তি যুক্ত করা রয়েছে এই রাফায়েলের সঙ্গে।
এগিকে গত মাসে ভারতীয় বায়ু সেনার প্রধান মার্শাল ভি আর চৌধুরীকে দেখা গিয়েছিল তিনি রাফায়েল চেপে যাচ্ছেন। তিনি জানিয়েছিলেন নিশ্চিতভাবে আমাদের ৪.৫ জেনারেশন এয়ারক্রাফট দরকার।
এদিকে ভারতের হাতে এবার শেষ রাফায়েলটাও চলে এল। সামরিক দিক থেকে ভারত যে এগিয়ে গেল অনেকটাই তা বলাই বাহুল্য। বায়ুসেনাও টুইট করে রাফায়েল আসার খবর জানিয়ে দিয়েছে।