প্রতি বছরের মতো ২০২৫ সালেও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত হয়েছে পদ্ম সম্মান। সাহিত্য ও শিক্ষা জগত থেকে একাধিক তাবড় ব্যক্তিত্বরা এই সম্মানে ভূষিত হয়েছেন। লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক এমনই বিভিন্ন মহল থেকে বিশিষ্টদের বেছে নিয়ে ২০২৫র পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে। এবছর ১৩৯ জন পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। তাঁদের মধ্যে সাহিত্য ও শিক্ষা জগত থেকে কারা কারা এই সম্মান পেলেন দেখা যাক তালিকা।
পদ্মবিভূষণ ২০২৫:-
শ্রী এমটি বাসুদেবন নায়ার (মরণোত্তর)
পদ্মভূষণ প্রাপক ২০২৫:-
শ্রী এ সূর্যপ্রকাশ (সাংবাদিকতা)
শ্রীবিবেক দেবরায় (মরণোত্তর)
শ্রীরামবাহাদুর রায় (সাংবাদিকতা)
পদ্মশ্রী প্রাপক ২০২৫:-
শ্রী অনিল কুমার বড়ো
শ্রীঅরুণোদয় সহশ্রী
শ্রীঅরবিন্দ শর্মা
শ্রী চন্দ্রকান্ত শেঠ (মরণোত্তর)
শ্রী ডেভিড আর. সাইমলিহ
শ্রী গণেশ্বর শাস্ত্রী দ্রাবিড়
শ্রীমতি গীতা উপাধ্যায়
শ্রী হৃদয় নারায়ণ দীক্ষিত
শ্রী হিউ এবং কলিন গ্যান্টজার (মরণোত্তর)- দ্বয়
শ্রী জগদীশ জোশিলা
শ্রী কে.এল. কৃষ্ণ
শ্রী লক্ষ্মীপতি রামাসুবাইয়ের - সাংবাদিকতা
শ্রী ললিত কুমার মঙ্গোত্রা
শ্রী মারুতি ভুজংরাও চিতামপল্লী
শ্রী নগেন্দ্রনাথ রায়
শ্রী নীতিন নোহরিয়া
শ্রীমতি প্রতিভা সতপতী
শ্রী রামদারশ মিশ্র
শ্রী রেন্থলেই লালরাওনা মিজোরাম
শ্রী সন্ত রাম দেশওয়াল
শ্রী সেনি বিশ্বনাথন
শ্রী শিন কাফ নিজাম (শিব কিষাণ বিসা)
শ্রী স্টিফেন নাপ
শ্রী সৈয়দ আইনুল হাসান
শ্রী তুষার দুর্গেশভাই শুক্লা
শ্রী বদিরাজ রাঘবেন্দ্রচার্য পঞ্চমুখী
( Masik Shivratri 2025: রাত পোহালেই জানুয়ারি ২০২৫র মাসিক শিবরাত্রি! ব্রহ্ম মুহূর্ত, তিথি দেখে নিন)
পদ্ম পুরস্কার প্রদান করা হয় পদ্ম পুরস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে। প্রতি বছর প্রধানমন্ত্রী এই কমিটি তৈরি করেন। সেই কমিটির নেতৃত্বে থাকেন মন্ত্রিপরিষদ সচিব এবং স্বরাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সচিব, চার থেকে ছয়জন সদস্য। কমিটি এই পুরস্কারের জন্য একবার সুপারিশ করলে তা অনুমোদনের জন্য যায় দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে।