কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ থেকে সেরাম ইনস্টিটিউটের চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালাকে পদ্ম পুরষ্কারে ভূষিত করা হল। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকে পাবলিক অ্য়াফেয়ার্স, ট্রেড ও ইন্ডাস্ট্রি ফিল্ডে এই পুরষ্কার দেওয়া হয়েছে। সোমবার প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে পদ্ম পুরষ্কার তুলে দেন বিভিন্ন ক্ষেত্রে দিকপালদের হাতে। প্যারা অলিম্পিকে রুপো বিজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়াও পদ্ম পুরষ্কার পেয়েছেন।
গীতা প্রেসের চেয়ারম্যান প্রয়াত রাধেশ্যামের ছেলের হাতেও এদিন মরণোত্তর পদ্মবিতভূষণ পুরষ্কার তুলে দেওয়া হয়েছে। সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রতে তাঁকে এই পুরষ্কার দেওয়া হয়েছে। প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মেয়ে কৃত্তিকা ও তারিণী এদিন বাবার হয়ে মরণোত্তর পদ্মবিভূষণ পুরষ্কার নেন। প্রসঙ্গত হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল জেনারেল বিপিন রাওয়াতের। এদিন ৮জন নিজ নিজ ক্ষেত্রে দিকপাল ব্যক্তিত্বের হাতে পদ্মভূষণ পুরষ্কার তুলে দেওয়া হয়েছে। ৫৪জনের হাতে পদ্মশ্রী পুরষ্কার দেওয়া হয়েছে। পদ্মবিভূষণের প্রাপকদের তালিকায় নাম রয়েছে দুজনের।
গুরুমিত বাওয়ার কন্যা কলাক্ষেত্রের উপর মরোণত্তের পদ্মভূষণ পুরষ্কার গ্রহণ করেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে বিশেষ কাজের জন্য সচ্চিদানন্দ স্বামী পদ্মভূষণ পুরষ্কার পেয়েছেন। যোগ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন স্বামী শিবানন্দ। মাটিতে মাথা ঠেকিয়ে তাঁর প্রণাম করার ছবি এদিন মন ছুঁয়েছে সকলের। প্যারা সুটার অবনী লেখারা, হকি খেলোয়াড় বন্দনা কাটারিয়া পদ্মশ্রী পুরষ্কার পেয়েছেন। এদিন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উপরাষ্ট্রপতি অনুষ্ঠানে ছিলেন।