বাংলা নিউজ > ঘরে বাইরে > Padma Bridge Inauguration: শুধু ইট-কংক্রিটের ভিত নয়, পদ্মা সেতু বাংলাদেশের গর্ব, মর্যাদার প্রতীক: হাসিনা
পদ্মা সেতু শুধুমাত্র কোনও সেতু নয় বা ইট, সিমেন্ট, কংক্রিটের ভিত্তি নয়। এই সেতু বাংলাদেশের অহঙ্কার, গর্ব এবং আত্মমর্যাদার প্রতীক। এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে হাসিনার বক্তব্য
- হাসিনা: ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কিছুক্ষণ পরেই পদ্মা সেতুর উদ্বোধন করব। বাংলাদেশের সকল মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
- হাসিনা: দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম এবং ন'মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযোদ্ধাদের।
- হাসিনা: এটা শুধুমাত্র সেতু নয়। লোহা-ইস্পাত-স্টিলের সেতু নয়। পদ্মা সেতু আমাদের গর্ব, অহংকার, আমাদের মর্যাদার শক্তি। এই সেতু বাংলাদেশের মানুষের। সেতুর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রত্যয়, সৃজনশীলতা, সাহস।
(Padma Bridge Inauguration Live Updates – দেখুন পদ্মা সেতুর উদ্বোধনের লাইভ আপডেট)
- হাসিনা: দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম এবং ন'মাসের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাচ্ছি মুক্তিযোদ্ধাদের।
- হাসিনা: এটা শুধুমাত্র সেতু নয়। লোহা-ইস্পাত-স্টিলের সেতু নয়। পদ্মা সেতু আমাদের গর্ব, অহংকার, আমাদের মর্যাদার শক্তি। এই সেতু বাংলাদেশের মানুষের। সেতুর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রত্যয়, সৃজনশীলতা, সাহস।
- হাসিনা: পদ্মা সেতুর ৪২ টি পিলার বাংলাদেশের আত্মমর্যাদার ভিত।
- হাসিনা: বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটছে বাংলাদেশ। আমাদের জাতির জনক আমাদের মাথা নোয়াতে শেখাননি। মাথা উঁচু করে সারা বিশ্বে এগিয়ে চলেছে বাংলাদেশ।
- হাসিনা: পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতা, মর্যাদার প্রতীক। পদ্মা সেতুর ৪২ টি পিলার বাংলাদেশের আত্মমর্যাদার ভিত।
- হাসিনা: পদ্মা সেতুতে কোনওদিন দুর্নীতি করতে পারি না আমরা। পরে সেটা প্রমাণিত হয়। বাংলাদেশ আমাদের দেশ। এই দেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গিয়েছেন। যতই অপবাদ দেওয়ার চেষ্টা করুন, তা অতিক্রম করেই এগিয়ে যাবে বাংলাদেশ।
আরও পড়ুন: Padma Bridge: শুটিংয়ের নয়া দিগন্ত, মন কেমন করলে যাবেন বাড়ি - পদ্মা সেতুতে আশা সংস্কৃতি মহলের
- হাসিনা: আজকের পদ্মা সেতু মানুষের সহযোগিতায় করতে পেরেছি। বাংলাদেশের অর্থনীতি ধসে যায়নি। করোনাভাইরাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মোকাবিলা করেও আজ বাংলাদেশের অর্থনীতি সচল।
- হাসিনা: বাংলাদেশ বিশ্বে প্রমাণ করেছে, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এটা। বাংলাদেশের মানুষকে স্যালুট জানাচ্ছি।
- হাসিনা: অনেকেই নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁরা ভাবতেন, সবসময় অন্যদের উপর নির্ভরশীল থাকবে। বঙ্গবন্ধু আমাদের আত্মনির্ভরশীল হতে শিখিয়েছিলেন।
- হাসিনা: আজকের পদ্মা সেতু মানুষের সহযোগিতায় করতে পেরেছি। বাংলাদেশের অর্থনীতি ধসে যায়নি। করোনাভাইরাস, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মোকাবিলা করেও আজ বাংলাদেশের অর্থনীতি সচল।
- হাসিনা: আমার বাবা, মা, ভাইকে হত্যার পর বাংলাদেশের মানুষ আমার সঙ্গে ছিলেন। আওয়ামি লিগ সভানেত্রী করায় আমি দেশে ফিরতে পেরেছিলাম। তখনই ভেবেছিলাম, বাংলাদেশ এত অবহেলিত থাকতে পারে না।
- হাসিনা: সকল অন্ধকার ভেদ করে আলোর দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
- হাসিনা: শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিশা দেখাবে পদ্মা সেতু।
- হাসিনা: বিশ্বের সবথেকে খরস্রোতা নদী হল অ্যামাজন। তারপরেই হল পদ্মা। পদ্মা সেতুর নির্মাণ কাজ বিশ্বজুড়ে ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ্যক্রমে সামিল করা যেতে পারে। কারণ এখানে এমন সব কাজ করা হয়েছে, যা বিশ্বে কোথাও হয়নি।
- হাসিনা: বাংলাদেশ বিশ্বে প্রমাণ করেছে, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এটা। বাংলাদেশের মানুষকে স্যালুট জানাচ্ছি।
পরবর্তী খবর